For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে

মাত্র ৩০ মিনিটের বৃষ্টি। আর সেই প্রবল বর্ষণে ভাসল মায়ানগরী মুম্বই। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বইয়ের একাধিক জায়গা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য মুম্বইয়ের বিভিন্ন জায়গা।

  • |
Google Oneindia Bengali News

মাত্র ৩০ মিনিটের বৃষ্টি। আর সেই প্রবল বর্ষণে ভাসল মায়ানগরী মুম্বই। বৃহস্পতিবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে ভেসেছে মুম্বইয়ের একাধিক জায়গা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য মুম্বইয়ের বিভিন্ন জায়গা। দাদরের হিন্দমাতা, টিটি সার্কেল, পারেলের মতো জায়গায় প্রতিবছরই জল জমে। তবে এবছরে মাত্র আধঘণ্টার বৃষ্টিতে তা চরম দুর্যোগের কবলে পড়ে যায়।

মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতে ভাসল মুম্বই ,আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস কী বলছে

হিন্দমাতাতে জল দাঁড়িয়েছে ১.৫ ফুট। কিং সার্কেল ও সিওন রোডেও সরিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক। এদিকে, দুর্যোগের কবলে পড়েছে মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম রেলযোগাযোগ ব্যবস্থা। প্রতিটি লোকাল ট্রেনই প্রায় বৃষ্টির জেরে ১০ থেকে ১৫ মিনিট দেরিতে ছাড়ছে। যদিএ মুম্বইয়ের পশ্চিম দিকের ট্রেন চলাচল সেভাবে ব্যহত হয়নি। জানা গিয়েছে,আজ প্রায় ৭০ মিলিমিটারে বৃষ্টিপাত হয়েছে। সান্টাক্রুজে ১৮. ৮ মিলিমিটার ও কোলাবাতে ৩৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোর ৪ টে থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমী বায়ুর দাপট পৌঁছে গিয়েছে গোয়াতে । আগামী ২৪ ঘণ্টায় তা পৌঁছবে দক্ষিণ মুম্বইতে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যাবতীয় দুর্যোগ সামাল দিতে প্রস্তুত মুম্বই পুরসভা। বৃহন্মুম্বইয়ের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে বর্ষার সতর্কতা জারি করা হয়েছে। কোলাবা, ওরলি, ঘাটকোপারে নৌসেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও ৬টি বন্যাত্রাণ সম্পর্কিত দলকে রিজিওনাল কমান্ড সেন্টারে মোতায়েন থাকতে বলা হয়েছে।

English summary
Mumbai rain update, Waterlogging in several parts of the city, trains delayed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X