For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, বিপর্যস্ত বাণিজ্যনগরী

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আজও বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Google Oneindia Bengali News

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। আজও বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুপুরের দিকে জোয়ার এবং জলোচ্ছ্বাসেরও সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৩৮ ছাড়িয়ে গিয়েছে। শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন। বিদ্যুত সংযোগ নেই। বিপর্যস্ত রেল, সড়ক ও বিমান পরিষেবা। গতকাল মালাডে প্রাচীর ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ২৩ হয়েছে। আজ আরও দুটি দেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বাঁধ ছাপিয়ে মৃত্যু

বাঁধ ছাপিয়ে মৃত্যু

রত্নাগিরির তিওয়ারে বাঁধ ছাপিয়ে গিয়ে ৬ জনের মৃত্যুর হয়েছে। নিখোঁজ প্রায় ১৮ জন। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। মুম্বই থেকে মাত্র ২৭৫ কিলোমিটার দূরে রয়েছে এই জলাধার‌। ওয়াশিম জেলায় বন্যার জলে ভেসে গিয়েছে চারজন স্কুলপড়ুয়া। তাদের মধ্যে দু'‌জনকে উদ্ধার করা গেলেও বাকি দু'‌জন এখনও নিখোঁজ।

প্রবল বর্ষণ

প্রবল বর্ষণ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, গত ১২ ঘণ্টায় শুধুমাত্র মুম্বইয়ে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঠানে, রত্নগিরি, পালঘর, রায়গড়, নাসিকে প্রবল বর্ষণ চলছে। মুম্বইয়ের পাশাপাশি এই জেলাগুলির অবস্থাও সংকটজনক। প্রবল বর্ষণ আগামী চার পাঁচদিন চলবে বলে জানানো হয়েছে।

রেল পরিষেবা শিকেয়

রেল পরিষেবা শিকেয়

এখনও মুম্বইয়ের রেল পরিষেবা বিপর্যস্ত। অধিকাংশ জায়গায় রেল লাইনে জল জমে থাকায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। বুধবার ১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। মুম্বই-বারাণসী মহানগরী এক্সপ্রেস, মুম্বই-পুনে ইন্টারসিটি এক্সপ্রেস, পুনে-সোলাপুর এক্সপ্রেস, পুনে-মুম্বই ডেকান এক্সপ্রেস ছাড়াও একাধিক রুটের ট্রেন বাতিল হয়েছে।

বিপর্যস্ত সড়ক পরিষেবা

বিপর্যস্ত সড়ক পরিষেবা

সড়ক পরিষেবাও একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ এলাকাতেই গাড়ি চলাচল করছে। অত্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। স্কুল-কলেজ আজ খুললেও উপস্থিতির সংখ্যা নগন্য ছিল।

English summary
Mumbai rain remain affected the city, death toll reaches 38 across maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X