For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১ -এর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য মুম্বই পুলিশের

শহীদদের স্মরণ করে এদিন মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে শ্রদ্ধার্ঘ্য।

  • |
Google Oneindia Bengali News

ভারতের মাটিতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনা ২০০৮ সালের ২৬ নভেম্বরের জঙ্গি হামলা। বাণিজ্যনগরী মুম্বইতে সাধারণ মানুষকে নিশানা করে সেদিন পাক মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে হত্যালীলা চালিয়েছে তা ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়।

২৬/১১ -এর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য মুম্বই পুলিশের

[আরও পড়ুন:২৬/১১ এর সেই অভিশপ্ত দিনের ঘটনা থেকে জঙ্গি কাসাবের পরিণতির তথ্য জানুন টাইমলাইনে][আরও পড়ুন:২৬/১১ এর সেই অভিশপ্ত দিনের ঘটনা থেকে জঙ্গি কাসাবের পরিণতির তথ্য জানুন টাইমলাইনে]

২৬/১১ এর রাতের সেই ঘটনায় জঙ্গিদের হামলায় শহীদ হন মুম্বই পুলিশের বহু কর্মী। সেই ঘটনার ৯ বছর কেটে গিয়েছে। আর শহীদদের স্মরণ করে এদিন মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে শ্রদ্ধার্ঘ্য।

মুম্বই পুলিশের তরফে এদিন শ্রদ্ধার্ঘ্যে ২৬/১১ এর ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সম্মানের সঙ্গে তাদের স্যালুট জানানো হয়। পাশাপাশি মুম্বই পুলিশের তরফে কৃতজ্ঞতাও জানানো হয়েছে। ২০০৮ সালের সেই ঘটনায় ১৬৪ জনের মৃত্যু হয়, ৩০৮ জন আহত হন। মুম্বইয়ের জাত প্যালেস হোটেল, ছত্রপতি শিবাজী টার্মিনাস, কামা হাসপাতাল সহ একাধিক জায়গায় হামাল চালায় লস্কর ই তৈবার জঙ্গিরা।

English summary
mumbai police pays tribute to 26/11 martyred police men
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X