For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১-র ধাঁচে হামলার হুমকি, তড়িঘড়ি নিরাপত্তা জোরদার করা হল গেটওয়ে অফ ইন্ডিয়ায়

Array

Google Oneindia Bengali News

মুম্বই ট্র্যাফিক কন্ট্রোল রুম "২৬/১১ "-র মতো হামলার জন্য একটি পাকিস্তানি নম্বর থেকে হুমকি ফোন পেয়েছে বলে খবর মিলেছে। এই খবর মিলতেই 'সাগর কাভাচ' অপারেশনের অধীনে উপকূলরক্ষী বাহিনী উপকূল জুড়ে নিরাপত্তা জোরদার করে। এছাড়াও, গেটওয়ে অফ ইন্ডিয়া আজ পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ মোতায়েন

পুলিশ মোতায়েন

বন্দুক ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম নিয়ে সমুদ্র উপকূলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে। যেহেতু ২৬/১১ হামলার সময়ও নরিমান পয়েন্ট সন্ত্রাসবাদীদের টার্গেটে ছিল, তাই সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে অন্তত ৬ থেকে ৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

আটক

আটক


মুম্বইয়ের কাছে ভিরার থেকে একজনকে আটক করা হয়েছে এবং মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দল হুমকির বার্তা নিয়ে তদন্ত করছে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর এমনটাই। শুক্রবার রাতে ১১:৪৫ নাগাদ ট্র্যাফিক পুলিশের ওয়ারলি কন্ট্রোল রুমের একটি হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তাগুলি পাওয়া যায়।

 কী বলা হয়েছে হুমকির বার্তায়

কী বলা হয়েছে হুমকির বার্তায়

একটি বার্তায় বলা হয়েছে যে ছয়জন ব্যক্তি এই হামলা চালাবে, অন্য একজন বলেছেন যে মুম্বইকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে যা ২৬/১১ হামলার স্মৃতি ফিরিয়ে আনবে, কর্মকর্তারা বলেছেন এমনটাই।" পুলিশ শুক্রবার রাত ১১.৪৫ এর দিকে ওই বার্তা পেয়েছিল, যাতে হুমকি দেওয়া হয়েছিল মুম্বাইতে ২৬/১১-এর মতো হামলা চালানো হবে এবং শহরটি উড়িয়ে দেওয়া হবে। বার্তাগুলিতে ২৬/১১ হামলার সন্ত্রাসবাদী আজমল কাসাব এবং (মৃত) আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির উল্লেখ ছিল, "শহর শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকার।

২৬/১১

২৬/১১


কাসাব সহ দশটি পাকিস্তানী সন্ত্রাসবাদী যারা মুম্বাইতে তাণ্ডব ঘটিয়েছিল এবং কমপক্ষে ১৬৬ জনকে হত্যা করেছিল ২৬ নভেম্বর, ২০০৮-এ সমুদ্রপথে শহরে এসেছিল। ফাঁসালকার, এদিকে, ভারতীয় দণ্ডবিধির ধারায় একটি এফআইআর) দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন। হুমকি বার্তার বিষয়ে ওয়ারলি থানায় ৫০৬ (২) (অপরাধী ভীতিপ্রদর্শন)। অপরাধ শাখা মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াডের সাথেও তথ্য ভাগ করছে।সন্ত্রাসবাদীরা করাচি বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। তারা গভীর সাগর পর্যন্ত একই জাহাজে ছিল। এরপর তারা একটি ভারতীয় মাছ ধরার নৌকা ছিনতাই করে এবং মুম্বই উপকূলে এসে এর নাবিককে হত্যা করে।


আটটি হামলা ঘটে দক্ষিণ মুম্বইয়ে। জায়গাগুলি হল ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, দি তাজ মহল প্যালেস এন্ড টাওয়ার, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল (মহিলা ও শিশুদের হাসপাতাল) নরিম্যান হাইস ইহুদি কমিউনিটি সেন্টার, মেট্রো অ্যাডল্যাবস, এবং টাইমস অফ ইন্ডিয়া ভবন ও সেন্ট জেভিয়ার্স কলেজের পিছনের একটি গলি। এছাড়া মুম্বইয়ের বন্দর এলাকার মাজাগাঁও ও ভিলে পার্লের একটি ট্যাক্সির মধ্যেও বিস্ফোরণ ঘটে।

English summary
for attack like 26/11 Mumbai police gets threat call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X