For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়িকাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের পুলিশ কর্তা

  • |
Google Oneindia Bengali News

কৌতূহল থেকেই যাচ্ছে , তাহলে কি সরষের মধ্যে ভূত? শনিবার রাত ১১: ৫০ মিনিটে মুম্বইয়ের পুলিশ কর্তা সচিন ভাজে গ্রেফতার হতেই এমন বহু প্রশ্ন তোলে একাধিক মহল। মুম্বই পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট এই পুলিশ কর্তাকে গ্রেফতার করার আগে এনআইএ ১২ ঘণ্টা জেরা করে। তারপরই হয় গ্রেফতারি।

মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়িকাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের পুলিশ কর্তা

এনআইএর তরফে জানানো হয়েছে, মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার মামলায় সচিন ভাজের যোগ রয়এছে সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, এপিআই সচিন ভাজে মুকেশ আম্বানির বাড়ির সামনে বোম রাখা সংক্রান্ত মামলায় প্রথম তদন্তকারী অফিসা হিসাবে নিযুক্ত ছিলেন। মুম্বইয়ের এই পুলিশ কর্তা গ্রেফতার হয়েছে ভারতীয় দণ্ডিবধির ২৮৬,৪৬৫,৪৭৩,১২০ বি ধারায় অভিযুক্ত হয়ে।

এদিকে, সচিন ভাজের গ্রেফতারির আগে তাঁর একটি হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরে জল্পনা তৈরি হয়েছে। সেখানে তিনি ভুয়োভাবে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন। এর আগে ২০০৪ সালে একটি ভুয়ো মামলায় সিআইডি তাঁকে গ্রেফতার করে ছিল বলে সেখানে লেখা রয়েছে। যেখানে সচিন ভাজে নিজেরে ষড়যন্ত্রের শিকার বলে ব্য়াখ্যা করেছেন।

English summary
Mumbai Police cop Sachin Vaze arrested, NIA founds his role in Mukesh Ambani security breach case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X