প্রমাণ দাও, হেমসওয়ার্থের বাংলা সংলাপের সাহায্যে লকডাউনের প্রচার মুম্বই পুলিশের
লকডাউনে কী করবেন বুঝতে না পেরে নেটফ্লিক্সে লগইন করলেন। নতুন সিনেমা 'এক্সট্র্যাকশন' রিলিজ করেছে। 'থর' খ্যাত ক্রিস হেমসওয়ার্থও আছেন সিনেমাতে। গল্পের প্রেক্ষাপট ঠাকা-মুম্ইয়ের ড্রাগলর্ডদের রেষারেষি। আপনি বেশ ইন্টারেস্ট নিয়ে সেটা দেখতে শুরু করলেন। হঠাৎ করেই ক্রিস হেমসওয়ার্থের মুখে শুনলেন 'প্রমাণ দাও'। ঠিক শুনলাম তো! এই ভেবে ফের দেখার দরকার নেই সিনটা। স্পষ্ট বাংলাতেই কথাগুলে বলেছেন ক্রিস।

হলিউড-বাংলা সংলাপ-মুম্বই পুলিশ
আর এই হলিউড অ্যাক্টরের বাংলা সংলাপের জোরেই এবার মুম্বইবাসীকে লকডাউন মানার আর্জি জানাল মুম্বই পুলিশ। এদিন সকালে এই নিয়ে একটি টুইট করে মুম্বই পুলিশ। এই সংক্রান্ত মিম শেয়ার করে মুম্বই পুলিশ সাধারণ মানুষকে লকডাউন মানতে ও বাড়িতেই থাকতে উৎসাহিত করে।

করোনায় জেরবার মহারাষ্ট্র
ইতিমধ্যেই কোভিড ১৯-এর থাবা ক্রমেই জাঁকিয়ে বসেছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। সে রাজ্যে মারা গিয়েছে ৩৪২ জন।

মুম্বইয়ে আক্রান্ত ৫০০০
মহারাষ্ট্রে প্রায় ৮ হাজার ৬৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত। এদিকে মুম্বইতে এখন শ্মশানের নিস্তব্ধতা। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে বাণিজ্যনগরীতেই। সেখানে ৫০০০-র বেশি জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পুনেতেও আক্রান্ত হাজারের বেশি।

দেশের করোনা পরিস্থিতি
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২৮,০০০ ছুঁতে চলল। গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯৬ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৭২-এ দাঁড়াল।
