For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ কোথায়! করোনা সংক্রমণে এবার উহানকেও ছাপিয়ে গেল মুম্বই, চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

শেষ কোথায়! করোনা সংক্রমণে এবার উহানকেও ছাপিয়ে গেল মুম্বই, চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

Google Oneindia Bengali News

সার্বিক ভাবে করোনা সংক্রমণে চিনকে পিছনে ফেলেছে মহারাষ্ট্র। এবার করোনা আঁতুরঘর উহানকেও ছাপিয়ে গেল মুম্বই। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুধু মুম্বইয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৫১,১০০ জন। উহানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫০, ৩৪০ জন।

উহানকে ছাপিয়ে গেল মুম্বই

উহানকে ছাপিয়ে গেল মুম্বই

করোনা সংক্রমণের আঁতুরঘর চিনের উহান। হু হু করে সেখানে ছড়িয়েছে করোনা সংক্রমণ। ৭০ দিন কড়া লকডাউনে থাকার পর এখন স্বাভাবিক চিনের সেই শহর। কিন্তু সেই আতুরঘরের শহরকেও ছাপিয়ে গিয়েছে ভারতের বাণিজ্য নগরী। করোনা আক্রান্ত হয়েছে ৫১,১০০ জন। উহানে ছিলেন ৫০,৩৮০ জন।

চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

চিনকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র

করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে গিেয়ছে মহারাষ্ট্র। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় সর্বাধিক সংক্রামিত ১০,০০০জন। এমনই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। মহারাষ্ট্র সেখানে আরেক চিন হয়ে উঠেছে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

গোষ্ঠি সংক্রমণ শুরু হয়নি দাবি করা হলেও সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই ভারতে। উল্টে প্রতিদিন করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। দিল্লিতে জুলাই মাসের মধ্যে করোনা সংক্রমণ সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে দাবি করেছে রাজ্য সরকার।

আনলক ১ শুরু হয়েছে

আনলক ১ শুরু হয়েছে

এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে আনলক ওয়ান। খুলে গিয়েছে শপিং মল, রেস্তরাঁ, হোটেল ধর্মস্থানের দরজা। সুরক্ষা বিধি মেনে চলতে বলা হলেও বাস্তবে সেটা কতটা কার্যকর হচ্ছে সংক্রমণের হার দেখলেই স্পষ্ট।

English summary
Mumbai now cross Wuhan mark in Coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X