For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে উঠতি মডেল খুন, ট্রাভেল ব্যাগে মিলল দেহ

মুম্বইয়ের মালাড এলাকায় এক উঠতি মডেলের খুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। খুন করে দেহ ট্রাভেল ব্যাগে পুরে ফেলা হয়। পুলিশ সেই ব্যাগ ও দেহ উদ্ধার করেছে। বাঙ্গুর নগর পুলিশ মুজম্মল সঈদ নামে একজনকে গ্রেফতার করেছে।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের মালাড এলাকায় এক উঠতি মডেলের খুন ঘিরে চাঞ্চল্য ছড়াল। খুন করে দেহ ট্রাভেল ব্যাগে পুরে ফেলা হয়। পুলিশ সেই ব্যাগ ও দেহ উদ্ধার করেছে। বাঙ্গুর নগর পুলিশ মুজম্মল সঈদ নামে একজনকে গ্রেফতার করেছে।

মুম্বইয়ে উঠতি মডেল খুন, ট্রাভেল ব্যাগে মিলল দেহ

তরুণীর বয়স ২০ বছর। নাম মানসী দীক্ষিত। পুলিশের দাবি জেরায় মুজম্মল মানসীকে হত্যার কথা স্বীকার করেছে। ভারী কিছু দিয়ে মানসীর মাথায় আঘাত করা হয়।

ঘটনাটি এক ট্যাক্সি ড্রাইভার দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তিনি দেখেন মুজম্মল মানসীর দেহ ব্যাগে ভরে অটোরিক্সায় পালিয়ে যাচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মুজম্মলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

মুজম্মল মানসীর সঙ্গেই পড়াশোনা করত। রাজস্থানের কোটা থেকে মুম্বই এসে মডেল হওয়ার স্বপ্ন দেখেছিল মানসী। সঙ্গে নানা ধরনের পেশাতেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন। মুজাম্মল সঈদ হায়দরাবাদের বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। সে মুম্বইয়ে আন্ধেরির মিল্লত নগরে থাকত।

পুলিশ জানিয়েছে, মানসীকে সোমবার নিজের ফ্ল্যাটে ডাকে মুজম্মল। কিছু নিয়ে বিবাদ হলে মানসীকে মাথায় ভারী বস্তু দিয়ে মেরে খুন করে। তারপর ক্যাব ডেকে বিমানবন্দরের দিকে যায়। যেতে যেতে মাঝপথে সে ড্রাইভারকে মালাডের দিকে রাস্তা দিয়ে যেতে বলে। সেটি বেশ শুনশান। মাঝপথে রাস্তায় নেমে যায় স্য়ুটকেস নিয়ে। সেখানে রাস্তার পাশে ব্যাগ ফেলে চম্পট দেয়।

সেই ক্যাব ড্রাইভার কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে ফেরার সময় ধারে ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। চার ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত মুজম্মলকে গ্রেফতার করে।

English summary
Mumbai murder mystery: Aspiring model's body found stuffed in suitcase dumped by roadside
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X