For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই : মহিলা কনডাক্টরকে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে জামা ছিঁড়ে দিল পুরুষ যাত্রী

Google Oneindia Bengali News

মুম্বই : মহিলা কনডাক্টরকে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে জামা ছিঁড়ে দিল পুরুষ যাত্রী
ডোমবিভলি (থানে), ৫ জুন : নারী নিরপত্তার খোলসটা যে কত ঠুনকো, মানবিকতা যে আজ লুপ্তপ্রায় তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহারাষ্ট্র। মহিলা কনডাক্টরকে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করল এক যুবক। টেনে ছিঁড়ে দিল মহিলার পোশাকও। কল্যাণ থেকে পানভেল যাওয়ার বাসে আজ সকাল সাড়ে আটটা এই নক্কারজনক ঘটনাটি ঘটে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় ওই বাসের যাত্রীরা গোটা ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। প্রতিবাদ তো দূরের কথা কেউ মুখে একটা শব্দও করলেন না। যদিও পরে একদল ছাত্রছাত্রী যারা ওই বাসেই উঠেছিলেন, এই ঘটনায় হস্তক্ষেপ করেন, এবং ওই যুবককে আটকান।

বয়স্ক বাসচালকের সঙ্গে অভদ্র ব্যবহারের বিরোধিতা করায় যুবকের রোষে মহিলা কনডাক্টর

রাজ্য পরিবহনের বাসে এদিনই কনডাক্টর হিসাবে মহিলার প্রথম সওয়ারি ছিল। বছর ৩৪-এর ওই মহিলা জানিয়েছেন, "আমি ওই যুবককে বলি গাড়ি থেকে নেমে যেতে। তারপরই ওই যুবক আমার পা ধরে টেনে হিঁচড়ে আমারে বাস থেকে রাস্তায় নামায়। তারপর আমার পোশাক ছিঁড়ে আমায় মাটিতে ফেলে লাথি মারতে শুরু করে। আমাদের বাসের পিছনেই আর একটি বাস ছিল। সেই বাসের কনডাক্টর আমাকে সাহায্য করতে এগিয়ে এলে তাঁকেও ওই যুবক মারধর করে। এই ঘটনাটি বাসস্টপে বাস দাঁড়িয়ে থাকার সময় হয়। কিন্তু কোনও যাত্রী আমার সাহায্যের জন্য এগিয়ে আসেনি।"

পীড়িতার কথায়, ভুল দরজা দিয়ে বাসে ওঠায় বাসের চালক বাধা দেয়। আর তার পরেই বয়স্ক চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই যুবক। বাবার বয়সী এক ব্যক্তির সঙ্গে কেন এমন ভাষায় কথা বলছ এ কথা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ওই যুবক। এরপরই তাঁকে মারধর শুরু করে ওই যুবক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম অভিষেক সিং। বয়স ৩০। উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩,৩৫৪,৫০৪ এবং ৩২৩ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিষেককে গ্রেফতার করেছে।

English summary
Mumbai: Male passenger drags, beats and strips woman conductor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X