For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটব্রিজে ভাঙন, চরম অমানবিক ও হাস্যকর দাবি! বিজেপি-সরকারকে আড়ালের মরিয়া চেষ্টা

বৃহস্পতিবার রাতে সিএসটি মুম্বইয়ের কাছে ফুট-ব্রিজ ভেঙে পড়ার জন্য পথচারীদেরই দায়ী করলেন বিজেপি নেত্রী সঞ্জু ভার্মা।

Google Oneindia Bengali News

মুম্বইয়ের সিএসটির কাছে বৃহস্পতিবার রাতে আরও এক ফুটব্রিজ ভেঙে পড়েছে। কেন্দ্রে ও রাজ্যে রয়েছে বিজেপি-শিবসেনা জোটের সরকার। আবার বৃহন্মুম্বই পৌরসভার ক্ষমতাও এই জোটেরই হাতে। কাজেই দায় চাপানোর লোকের অভাব। তাই সরকারকে আড়াল করার মরিয়া চেষ্টায় মুম্বইয়ের বিজেপি নেত্রী সঞ্জু ভার্মা অপরিসীম অমানবিকতার পরিচয় দিয়ে নিজেকে হাস্যকর করে তুললেন।

মুম্বইয়ে ফুটব্রিজে ভাঙন, হাস্যকর হয়ে উঠলেন বিজেপি নেত্রী

ওই ব্রিজ ভেঙে বৃহস্বপতিবার ৬ জন পথচারীর মৃত্যু হয়েছে, আরও বহু মানুষ আহত। ব্রিজটি ভেঙে পড়ার পর রক্ষণাবেক্ষণের অভাবের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তারপরেও সঞ্জু ভার্মার দাবি ব্রিজটি ভেঙে পড়ার পিছনে সরকারে কোনও গাফিলতি ছিল না। বরং পথচারীরাই নাকি দায়ী এই ব্রিজ ভেঙে পড়ার জন্য।

[আরও পড়ুন: মমতার কথাই প্রতিধ্বনিত হচ্ছে দিলীপের গলায়! প্রার্থী নিয়ে করলেন অকপট স্বীকারোক্তি][আরও পড়ুন: মমতার কথাই প্রতিধ্বনিত হচ্ছে দিলীপের গলায়! প্রার্থী নিয়ে করলেন অকপট স্বীকারোক্তি]

সঞ্জু ভার্মার যুক্তি গত দুই বছরে মুম্বইয়ে আরও যে দুটি বড় ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, সেই এলফিনস্টোন ও গোখলে ব্রিজের ক্ষেত্রে নাকি পরবর্তী কালে তদন্তে দেখা গিয়েছিল সেই দুই ব্রিজ ভেঙে পড়ার পিছনে সরকারে থেকেও নাকি অনেক বেশি দায় ছিল পথচারীদের। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে দাবি করেন ওই বিজেপি নেত্রী।

[আরও পড়ুন:কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা সিপিএমের, জেনে নিন কোথায় কে প্রার্থী][আরও পড়ুন:কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা সিপিএমের, জেনে নিন কোথায় কে প্রার্থী]

যেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত - সেখানে এই অমানবিক হাস্যকর দাবির পড়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে ফুটব্রিজের উপর দিয়ে হাঁটাটাই কি তাহলে পথচারীদের অপরাধ?

[আরও পড়ুন:কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর][আরও পড়ুন:কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর]

English summary
BJP leader Sanju Verma blamed the pedestrians for the foot overbridge collapse near CST Mumbai on Thursday night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X