For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বোচ্চ জোয়ারের দিনেও প্লাস্টিক-এ বদহজম আরব সাগরের, বিপাকে বিএমসি

রোববার মরসুমের সর্বোচ্চ জলোচ্ছ্বাস পেল মুম্বই। তবে জোয়ারের জলে কয়েক টন আবর্জনা জড়ো হয়েছে রাস্তার উপর।

Google Oneindia Bengali News

রবিবার এ বছরের সর্বোচ্চ জোয়ার পেল মুম্বই শহর। বেলা ১টা ৫০ নাগাদ ৪.৯৭ মিটার উঁচু জলোচ্ছাস আছড়ে পড়ে মেরিন ড্রাইভে। এদিকে এই সামুদ্রিক জলোচ্ছ্বাস বয়ে আনছে টন টন ময়লা। শুক্র-শনি এই দুই দিনেই বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসির কর্মীরা প্রায় ৯ টনের ময়লা সাফ করেছেন বলে জানা গিয়েছে।

মুম্বই পেল সর্বোচ্চ জোয়ার

পুরকর্মীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জোয়ারে বয়ে আনা রাশি রাশি ময়লা। বেশিরভাগই প্লাস্টিক। একসময় শহর থেকেই সমুদ্রে ফেলা হয়েছিল সেসব। এখন সমুদ্র আবার সেসব শহরের বুকেই ফিরিয়ে দিয়ে যাচ্ছে। গত দুদিনে প্রায় ৩০ জন কর্মী নিয়োগ করতে হয় সেই সাফাইয়ের কাজে। দুদিনই প্রায় ৩ সাড়ে তিন ঘন্টা লেগে যায় মেরিন ড্রাইভকে সাফ করতে।

সেই ময়লা প্লাস্টিকেই মুখ ঢাকছে ঐতিহ্যশালী মেরিনড্রাইভ। সাধারণত প্রতিদিন হাজার হাজার মুম্বইবাসী আসেন এই এলাকায় বেড়াতে, আসেন বহু বিদেশী পর্যটকও। কিন্তু এখন এই জঞ্জালের স্তূপ দেখে অনেকেই এড়িয়ে যাচ্ছেন মেরিন ড্রাইভ। তবে জলোচ্ছ্বাসের সময় সমুদ্রের ধারে ভ্রমণের বিষয়ে সরকারি নিষেধাজ্ঞাও আছে।

এদিনের জোয়ারের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিএমসি। সমুদ্রের জল যাতে শহরে না ঢোকে তার জন্য শহরের ফ্লাড গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই বৃষ্টিও হচ্ছে। ফ্লাডগেটগুলি বন্ধ করে দেওয়ার ফলে সেসব জায়গায় আবার বৃষ্টির জল দাঁড়িয়ে যায়।

English summary
Mumbai faced the highest tide of the season on Sunday. Tonnes of trash dumped on the road by the tide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X