For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রাউতকে! জামিন দিয়ে বিস্ফোরক পর্যবেক্ষণ আদালতের

অবৈধভাবে গ্রেফতার করা হয়েছিল সাংসদ সঞ্জয় রাউতকে। জামিন দিতে গিয়ে এমনটাই বলল মুম্বইয়ের বিশেষ আদালত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বলে পরিচিত শিব সেনা নেতা রাউতকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

  • |
Google Oneindia Bengali News

অবৈধভাবে গ্রেফতার করা হয়েছিল সাংসদ সঞ্জয় রাউতকে। জামিন দিতে গিয়ে এমনটাই বলল মুম্বইয়ের বিশেষ আদালত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ বলে পরিচিত শিব সেনা নেতা রাউতকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জামিন দিয়ে বিস্ফোরক পর্যবেক্ষণ আদালতের

বিশেষ বিচারক এমজি দেশপান্ডে উল্লেখ করেন, প্রবীন রাউতকে সিভিল ডিসপুটের কারণে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সঞ্জয় রাউতকে কোনও কারণ ছাড়াই গ্রেফতার করা হয়।

বিচারক বলেন, 'সত্যিটা সামনে এসেছে।' যে কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছিল, সেটা গ্রেফতারির জন্য যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে। বিচারক আরও বলেছেন, অর্থ তছরূপ, অর্থনৈতিক অপরাধের দায়ে একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সঞ্জয় রাউতের গ্রেফতারিকে অবৈধ বলার পাশাপাশি বিচারক দাবি করেন, এইচডিআইএল বিল্ডার সারং ও রাকেশ বর্ধনকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ইডি।

বলে রাখা প্রয়োজন, অর্থ তছরুপের মামলায় সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মুম্বইয়ের একটি বস্তি অঞ্চলের সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এই সূত্রে নাম জড়িয়ে যায় রাউত এবং তাঁর স্ত্রীরও। গত ১ অগস্ট রাউতের বাড়িতে তল্লাশি চালানোর পর অর্থ তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি।

যদিও এই মামলাতে একাধিক বার শিব সেনা নেতাকে জেরা করেছে। আর এরপরেই গ্রেফতার বলে জানা যায়। এরপর প্রায় তিন মাস জেলেই ছিলেন রাউত। জামিন পাওয়ার পর সন্ধ্যায় শিবসেনা নেতাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়েই সঞ্জয় বলেন, কেন আমাকে জেলে পাঠানো হল তা স্পষ্ট নয়। কারোর সঙ্গে আমার বিতর্ক ণেই। তবে আমার প্রথম থেকেই ন্যায়ের ইপর ভরসা ছিল বলে মন্তব্য সাংসদের।

আর্থর জেল থেকে বের হতেই সঞ্জয় রাউতকে স্বাগত জানান কয়েক হাজার অনুগামী।

যুদ্ধের জন্যে তৈরি হও.. চিনের সেনাবাহিনীকে নির্দেশ প্রেসিডেন্ট জিংপিংয়ের যুদ্ধের জন্যে তৈরি হও.. চিনের সেনাবাহিনীকে নির্দেশ প্রেসিডেন্ট জিংপিংয়ের

English summary
mumbai court says Sanjay Raut arrested by ED illegaly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X