For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসাদ কাটাতে 'ভাড়া' করুন বয়ফ্রেন্ড, সুযোগ দিচ্ছে নয়া অ্যাপ

আপনি কি অবসাদে ভুগছেন? তাহলে অবসাদগ্রস্ততা কাটানোর নতুন সুযোগ রয়েছে আপনার সামনে। মুম্বই ও পুনেয় একটি অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে। যার নাম 'রেন্ট আ বয়ফ্রেন্ড'।

  • |
Google Oneindia Bengali News

আপনি কি অবসাদে ভুগছেন? তাহলে অবসাদগ্রস্ততা কাটানোর নতুন সুযোগ রয়েছে আপনার সামনে। মুম্বই ও পুনেয় একটি অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছে। যার নাম 'রেন্ট আ বয়ফ্রেন্ড'। অবসাদগ্রস্ত মানুষদের নতুনভাবে উদ্দীপ্ত করার লক্ষ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অবসাদ কাটাতে ভাড়া করুন বয়ফ্রেন্ড, সুযোগ দিচ্ছে নয়া অ্যাপ

অ্যাপটি তৈরি করেছেন কৌশল প্রকাশ। ইন্টেরিয়র ডিজাইনার থেকে উদ্যোগপতি হওয়া কৌশল বলছেন, যাঁরা নিঃসঙ্গ মহিলারা পুরুষ বন্ধ বানিয়ে মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

তিনি নিজেও অবসাদের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন কৌশল। তার বিরুদ্ধে লড়তে লড়তেই অন্যদের জন্য কিছু করার ইচ্ছে থেকেই এই অ্যাপ তৈরির ভাবনা গতি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই অ্যাপ নাকি মহিলাদের 'ভদ্রলোক' বয়ফ্রেন্ডের সঙ্গেই আলাপ করায়। কঠিন অডিশনের পরই উচ্চশিক্ষিত, উচ্চ গ্রেডের মডেলদের কৌশল নিজে সিলেক্ট করেছেন। মহিলারা তাদের ভাড়া নিতে পারেন বলেও জানিয়েছেন। এক্ষেত্রে কথা বলতে পারার দক্ষতা ও রূপকেই মাথায় রাখা হয়েছে।

অ্যাপ নির্মাতার দাবি, বন্ধুত্ব মানেই একান্তে সাক্ষাৎ বা যৌন সম্পর্ক এর কোনওটাই নাকি হবে না। তাহলে শুধু ছেলেদের ভাড়া নেওয়া কেন? মহিলাদের ক্ষেত্রেও তো এটা হতে পারে? কৌশলের দাবি, বিদেশে মহিলাদের ভাড়া দেওয়ার চল থাকলেও এদেশের সংষ্কৃতিতে তা বাধো বাধো ঠেকে। সেইজন্যই শুধু ছেলেদের নিয়ে অ্যাপ বানানো হয়েছে।

অ্যাপের মাধ্যমে যোগাযোগ হলে ৭০ শতাংশ টাকা পুরুষ সঙ্গীটি পাবেন। বাকী টাকা অ্যাপ তৈরি করা সংস্থার পকেটে যাবে। ঘণ্টায় ৩ হাজার টাকা দিলে সেলেব্রিটি বয়ফ্রেন্ড, ২ হাজার টাকা দিলে মডেল বয়ফ্রেন্ড ও ৩০০-৪০০ টাকা খরচ করতে পারলে নেহাত সাধারণ একজন বয়ফ্রেন্ড জুটে যাবে। এই পুরুষরা অবসাদগ্রস্ত মহিলাদের মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার সুপরামর্শও দেবেন।

এই অ্যাপের মাধ্যমে শুধু বয়ফ্রেন্ড ভাড়া করাই নয়, ৫০০ টাকা দিলে ফোনে ১৫-২০ মিনিট 'সাইকিয়াট্রিক হেল্প'-ও পাবেন। অর্থাৎ কল সেন্টারও বানানো হয়েছে যেখানে টোল ফ্রি নম্বরে ফোন করলে এই সাহায্য পাওয়া যাবে।

English summary
Mumbai based 'Rent A Boy Friend' app helps to rent boyfriends to fight depression
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X