For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধ উঠল মুম্বইতে, মারাঠা কোটা ইস্যুতে থমথমে মায়ানগরী

মায়ানগরী মুম্বইতে মারাঠা কোটা আন্দোলন ইস্যুতে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছিল। দিকে দিকে রাস্তা অবরোধকে ঘিরে ক্রেমই অশান্ত হয়ে উঠছিল বিজেপির গড় মহারাষ্ট্র।

  • |
Google Oneindia Bengali News

মায়ানগরী মুম্বইতে মারাঠা কোটা আন্দোলন ইস্যুতে পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছিল। দিকে দিকে রাস্তা অবরোধকে ঘিরে ক্রেমই অশান্ত হয়ে উঠছিল বিজেপির গড় মহারাষ্ট্র। এরপরই এদিন বনধ প্রত্যাহার করে নেয় মারাঠা ক্রান্তি মোর্চা।

বনধ উঠল মুম্বইতে, মারাঠা কোটা ইস্যুতে থমথমে মায়ানগরী

শিক্ষা ও সরকারি কর্মক্ষেত্রে মারাঠাদের জন্য ১৬ শতাংশ সংরক্ষণের দাবিতে আন্দোলন বুধবার দ্বিতীয় দিনে পড়ে। দ্বিতীয় দিনে ক্রমেই অগ্নিগর্ভ হতে থাকে পরিস্থিতি। মুম্বই, নভি মুম্বই, থানে, কল্যান, সাতারা, পালঘর ও নাসিকের বিভিন্ন এলাকায় বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে মুম্বইয়ের স্থানীয় রেল পরিষেবা ও স্কুল-কলেজে সেভাবে বনধের প্রভাব দেখা যায়নি।

সবচেয়ে হিংসাত্মক আন্দোলন দেখা গিয়েছে লাতুর জেলার উদগিরে। মারাঠা ক্রান্তি মোর্চার বিরুদ্ধে অভিযোগ এই অঞ্চলে বনধ সফল করতে জুলুম চালায় তারা। এছাড়াও, বিক্ষোভকারীরা নবি মুম্বইয়ের ঘনশোলি ও থানের ওয়াগল এস্টেট এলাকায় একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে, বাসে বাঙচুর চালিয়েছে।

উল্লেখ্য, সোমবার এক প্রতিবাদী এই ইস্যুতে আত্মহত্যা করায় আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। মঙ্গলবার প্রতিবাদীদের ছোড়া পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুও ঘটেছে। এরপর থেকেই উত্যপ্ত হতে থাকে মাহারাষ্ট্রের বিভিন্ন অংশ। এদিকে, বিরোধীরা এই আন্দোলনেক ঘিরে ক্রমেই ফড়নবিশ সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এই আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার জন্য মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস মোর্চা।

English summary
Mumbai bandh called off after quota stir escalates .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X