For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১ শহিদদের স্মরণ করল মুম্বই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মুম্বই
মুম্বই, ২৬ নভেম্বর: পাঁচ বছর আগে মৃত্যু ঘনিয়ে এসেছিল মায়ানগরীতে। বছরের বাকি দিনগুলো কাজকর্মে এক রকম কেটে গেলেও সময় যেন থমকে দাঁড়ায় এই দিনে! সীমানার ওপার থেকে আসা জঙ্গিদল কীভাবে তাণ্ডব চালিয়েছিল, সেটা ভাবলেই যেন রক্ত জমে যায়।

২৬ নভেম্বর, ২০০৮। রাতের ব্যস্ত মুম্বইয়ের তালটা যেন কেটে গেল। আজমল কাসভ আর তার দলবল এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করল অন্তত ১৬৬ জনকে। তার পর সারা দেশ দেখেছে জঙ্গি দমন অভিযানে টানা কয়েকদিন লড়াই। শহিদ পুলিশকর্মী, কমান্ডোদের তালিকা লম্বা হয়েছে।

মুম্বই ভোলেনি সেই দিন। মহানগরীর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় মোমবাতি মিছিলের। নিহত মানুষগুলোর কথা স্মরণ করে। জঙ্গিদের তাণ্ডবের আর এক সাক্ষী সমুদ্র-সংলগ্ন তাজ হোটেলে একটি সভা আয়োজিত হয়েছিল। সেই দিন যারা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল, তাদের মুখে উঠে আসে টুকরো-টুকরো নানা ঘটনা। ওই দিন হোটেলের তিনতলায় আটকে পড়েছিলেন বিনোদ শেঠি। তিনি বলেন, "জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান ছিল একটা দরজা। আমি ঘরের ভিতরে ছিলাম। ওরা বাইরে থেকে দরজাটা ভাঙার চেষ্টা করছিল। ভাগ্যিস বোমা মারেনি। জানালা দিয়ে দেখছিলাম, পুলিশ গোটা হোটেলটা ঘিরে ফেলেছে। পুলিশের গুলি ঠেকাতে ওরা অন্যদিকে চলে গেল। আর একটু দেরি হলে যে কী হত!" জানালেন, পরে এনএসজি কমান্ডোরা তাকে উদ্ধার করে।

সময় বয়েই যাবে। কিন্তু, সেই দুঃসহ রাতের কথা ভুলবে না মুম্বই।

English summary
Mumbai remembers victims of 26/11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X