For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব ইস্যুতে কর্মচারীদের বিক্ষোভে সামিল না হওয়ার পরামর্শ বহুজাতিক সংস্থাগুলির

নাগরিকত্ব ইস্যুতে কর্মচারীদের বিক্ষোভে সামিল না হওয়ার পরামর্শ বহুজাতিক সংস্থাগুলির

  • |
Google Oneindia Bengali News

দিল্লির নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের আঁচ এবার পড়ল নয়ডা ও গুরগাঁওয়ের উপরেও। এরফলে বৃহস্পতিবার নয়ডা ও গুরগাঁয়ের বেশ কয়েকটি সংস্থা তাদের কর্মচারীদের অফিসের বদলে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। পাশাপাশি নাগরিকত্ব আইন বিরোধী অবস্থান বিক্ষোভে যোগদানের ব্যাপারেও সতর্ক করতে দেখা যায়।

নয়ডায় জারি ১৪৪ ধারা

নয়ডায় জারি ১৪৪ ধারা

এই মুহূর্তে উত্তরপ্রদেশের নয়ডার একাধিক জায়গায় জারি রয়েছে ১৪৪ ধারা। তারপরেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৪৮ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকেন কয়েক হাজার যাত্রী।

সোশ্যাল মিডিয়ায় বিতর্কে না জড়ানোর পরামর্শ

সোশ্যাল মিডিয়ায় বিতর্কে না জড়ানোর পরামর্শ

সূত্রের খবর, ইতিমধ্যেই গুড়গাঁওয়ের বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা তাদের কর্মচারীদের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সতর্ক থাকতে বলে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বিতর্ক জড়ানো ও বিক্ষোভ দেখানোর বিরুদ্ধে তাদের সতর্ক ওই সমস্ত সংস্থার কর্মচারীদের সতর্ক করা হয় বলে জানা যাচ্ছে।

১১টার সময় আসে ই-মেল

১১টার সময় আসে ই-মেল

দিল্লির পার্শ্ববর্তী দুই যমজ শহর গুড়গাঁও এবং নয়ডা। বর্তামানে কয়েক হাজার ভারতীয় ও বহুজাতিক সংস্থার কর্মক্ষেত্র রয়েছে এই দুই শহরে। পাশাপাশি ওই বহুজাতিক সংস্থাগুলির কয়েক লক্ষ কর্মচারীর বাস রয়েছে ওই দুই শহরে। সূত্রের খবর, এদিকে এদিন সকাল ১১টা নাগাদ একাধিক কোম্পানি তাদের কর্মচারীদের ব্যক্তিগত ই-মেল পাঠিয়ে বর্তমানে নাগরিকত্ব ইস্যু নিয়ে দেশের অগ্নিগর্ভ অবস্থা সম্পর্কে সচেতন করে।

 নাগরিকত্ব ইস্যুতে কর্মচারীদের মুখ না খোলার নির্দেশ

নাগরিকত্ব ইস্যুতে কর্মচারীদের মুখ না খোলার নির্দেশ

এই প্রসঙ্গে একটি বহুজাতিক সংস্থার কর্মী জানান, "নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন যে কোনও ব্যক্তির কোনও বক্তব্য অত্যন্ত সংবেদনশীল ও উষ্কানীমূলক বলে বিবেচিত হতে পারে। তাই সংস্থার পক্ষ থেকে আমাদের কোনও বিতর্ক ও যে কোনও অবস্থান বিক্ষোভ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। "

English summary
multinational companies advise employees not to participat in protests on citizenship-issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X