For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'বার সুযোগ এসেছিল, কেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি মুলায়ম সিং যাদব

দুইবার সুযোগ এসেছিল, কেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি মুলায়ম সিং যাদব

Google Oneindia Bengali News

সোমবার গুরুগ্রামের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তিনি ১০ বার বিধায়ক হয়েছিলেন। তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর দৌড়ের খুব কাছে থেকেও অল্পের জন্য হতে পারেননি। ১৯৯৬ সালে যুক্তফ্রন্ট যখন সরকার গঠন করতে চলেছে, তাঁর নাম প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসে। কিন্তু বাদ সাধে শরদ পাওয়ার যাদব ও লালু প্রসাদ যাদব।

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মুলায়ম সিং

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মুলায়ম সিং

১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে যখন যুক্ত ফ্রন্ট সরকার গঠনের দিকে এগোয়, সেই সময় প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই মুলায়ম সিং যাদবকে পছন্দ করেছিলেন। তৎকালীন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, যুক্ত ফ্রন্ট সরকার গঠনে প্রধানমন্ত্রী পদের জন্য অনেকের থেকে এগিয়ে ছিলেন মুলায়ম সিং যাদব। কিন্তু অন্যান্য যাদব নেতাদের আপত্তিতে তাঁর আর প্রধানমন্ত্রী হওয়া হল না।

এনডিএ সরকারের পতন

এনডিএ সরকারের পতন

১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়। ভারতীয় জনতা পার্টি সেই সময় ১৬১টি আসন পেয়েছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ী সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু ১৩ দিনের মধ্যে সরকারের পতন হয়। সেই সময় প্রশ্ন উঠতে থাকে কে সরকার গঠন করবে। কংগ্রেসের ঝুলিতে ১৪১টি আসন ছিল। কিন্তু কংগ্রেস অবাস্তব জোটের পরিকল্পনা থেকে সরে আসে। কংগ্রেসের তরফে মনে হয়, এভাবে জোট করলে সরকার চালানো মুসকিল হবে। সেই সময় বিকল্প হিসেবে উঠে আলে তৃতীয় ফ্রন্ট।

কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না

কেন প্রধানমন্ত্রী হতে পারলেন না

সেই সময় সবার চোখ ছিল ভিপি সিংয়ের দিকে। তিনি ১৯৮৯ সালে জোট সরকার গঠন করেছিলেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে অস্বীকার করেন। সামনে এসেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম। কিন্তু সিপিএমের পলিটব্যুরো ভিপি সিংয়ের প্রস্তাব খারিজ করে দেয়। এরপরেই লালু প্রসাদ যাদব ও মুলায়ম সিং যাদবের নাম আসে। পশু খাদ্য কেলেঙ্কারিতে নাম ওঠার জন্য লালু প্রসাদ যাদবের নাম ছিটকে যায়। বামপন্থী হরকিশান সিং সুরজিতের হাতে জোট বাঁধার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিও মুলায়ম সিং যাদবকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু অন্যান্য যাদব নেতাদের আপত্তিতে তিনি হেরে যান।

১৯৯৯ সালেও হতে পারেন না প্রধানমন্ত্রী

১৯৯৯ সালেও হতে পারেন না প্রধানমন্ত্রী

১৯৯৯ সালে দেশে আবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময় মুলায়ম সিং যাদব সম্বল ও কনৌজ আসন থেকে জয়লাভ করেন। আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম উঠে আসে। কিন্তু ১৯৯৬ সালের মতো অন্যান্য যাদব নেতাদের আপত্তিতেতিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। দুবার প্রধানমন্ত্রীর চেয়ারের কাছাকাছি থাকার পরেও তা হাত ছাড়া হয়ে যায় মুলায়ম সিং যাদবের।

শিক্ষক থেকে মুলায়ম সিং যাদব কী করে হয়ে উঠলেন উত্তরপ্রদেশের নেতাজিশিক্ষক থেকে মুলায়ম সিং যাদব কী করে হয়ে উঠলেন উত্তরপ্রদেশের নেতাজি

English summary
Mulayam Singh Yadav could not become Prime Minister due to the opposition of Yadav leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X