For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার একবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী! সংসদে প্রশংসায় ভরালেন মুলায়ম

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ নরেন্দ্র মোদীকেই। পরের বার মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।এদিন লোকসভায় এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদব।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ নরেন্দ্র মোদীকেই। পরের বার মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এদিন লোকসভায় এমনটাই জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদব। প্রধানমন্ত্রী সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছেন বলেও সার্টিফিকেট দিয়েছেন তিনি। একইসঙ্গে মুলায়ম জানিয়েছেন, ভাল কাজ করেছেন মোদী। কেউ তার দিকে আঙুল তুলতে পারবেন না।

আবার একবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী! সংসদে প্রশংসায় ভরালেন মুলায়ম

রাজনীতিতে স্থায়ী কোনও শত্রু নেই। এদিন সংসদে যেন এটাই পরিষ্কার হয়ে গেল। একদিকে যখন ছেলে অখিলেশ যাদব বিরোধী জোটে সলতে পাকাতে ব্যস্ত, আর নিজের রাজ্যে মায়াবতীর সঙ্গে জোট চূড়ান্ত করে ফেলেছেন, সেই সময় সংসদে দাঁড়িয়ে সেই দলেরই সাংসদ বাবা মুলায়ম সিং যাদব বললেন, পরের বার মোদীকের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মুলায়মের পাশে তখন বসে ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

সনিয়া গান্ধীর পাশে বসে যখন মুলায়ম মোদীর প্রশংসা করছেন, তখন স্বভাবতই হাসি মুখে দেখা গিয়েছে মোদীকে। বিদায়ী সংসদে ভাষণ দেওয়ার সময় মুলায়মের এই কথা উল্লেখও করেছেন মোদী।

বর্তমানে কেন্দ্রের প্রবল সমালোচকদের মধ্যে অন্যতম হলেন মুলায়মের ছেলে অখিলেশ যাদব। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা মোদী বিরোধী সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। মুলায়মের পরিবারেও রাজনৈতিক বিভেদ বর্তমানে বেশ চাওড়া। রাজনীতি গত দিক থেকে বলতে গেলে মুলায়ম নিজের ছেলের দিকে নয়, ভাই শিবপাল যাদবের দিকে। যিনি ইতিমধ্যেই সমাজবাদী পার্টি ভেঙে সমাজবাদী সেকুলার মোর্টা গঠন করেছেন। বিএসপির সঙ্গে জোট করারও বিরোধিতা করেছেন শিবপাল। তিনি বলেছেন, এই মায়াবতীর বিরুদ্ধেই লড়াই করেছিলেন মুলায়ম।

ইতিহাস ঘেঁটে দেখতে গেলে মুলায়ম মোদীর বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। আক্রমণ করেছিলেন মোদীকে। ২০১৪-র নির্বাচনের আগে তিনি বলেছিলেন,
বিজেপিকে বিশ্বাস করা যায় না। একইসঙ্গে মোদীকেও মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়েছিলেন। দেশের জন্য মোদীর কোনও লক্ষ্য নেই বলেও জানিয়েছিলেন তিনি।

English summary
Mulayam Singh Yadav backs Modi as prime minister in Loksabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X