For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের মুখে অখিলেশের ঘর ভাঙল বিজেপি, ভ্রাতৃবধূ অপর্ণার যোগদান যোগীর দলে

ভোটের মুখে সমাজবাদী পার্টি সুপ্রিমোর ঘর ভাঙল বিজেপি। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখে সমাজবাদী পার্টি সুপ্রিমোর ঘর ভাঙল বিজেপি। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিলেন। বুধবার বিজেপিতে যোগ দিয়ে মুলায়ম সিংয়ের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব বলেন বরবারই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যে তিনি প্রভাবিত ছিলেন। তার ফলে তিনি বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন।

ভোটের মুখে অখিলেশের ঘর ভাঙল বিজেপি, ভ্রাতৃবধূর যোগ বিজেপিতে

অপর্ণা যাদব ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বিজেপি প্রার্থী রীতা বহুগুনা যোশীর কাছে হার মানেন সাড়ে ৩৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে। এবার সেই তিনিই সমাজবাদী পার্টি ছেড়ে ভোটের মুখে যোগ দিলেন যোগী আদিত্যনাথের বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিলেন বলেন জানিয়েছেন গেরুয়া উত্তরীয় গলায় নিয়ে।

সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এর আগে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদবের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "বিজেপি আমার চেয়ে আমার পরিবার নিয়ে বেশি চিন্তিত। আপনি কি বিজেপি থেকে অনুপ্রাণিত হয়ে প্রশ্ন করছেন?" তারপর অপর্ণা যাদবের বিজেপিতে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিজেপি ছেড়ে দলে দলে সমাজবাদী পার্টিতে যোগদান করছেন মন্ত্রী-বিধায়করা। বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে ২০২২-এর ভোটের মুখে। ঠিক সেইসময় বিজেপি পাল্টা দিল অখিলেশ যাদবের ঘর ভেঙে। মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবকে ভাঙিয়ে নিল বিজেপি। এখন দেখার তাঁকে এবারের নির্বাচেন বিজেপি প্রার্থী করে কি না।

বিজেপি ১০ এবং ১৪ ফেব্রুয়ারি প্রথম দুই দফা ভোটের জন্য ১০৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ইতিমধ্যেই। সেই তালিকায় ১৬ জন জাঠ-সহ ৪৪ জন ওবিসি প্রার্থীর নাম রয়েছে। এছাড়া উচ্চবর্ণের ৪৩ জন এবং তফসিলি প্রার্থী হিসেবে ১৯ জনের নাম রয়েছে।

উত্তরপ্রদেশের যোগী সরকারের একাধিক মন্ত্রী সম্প্রতি বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। আরও অনেক মন্ত্রী-বিধায়ক সমাজবাদী পার্টির দিকে ঝুঁকে রয়েছেন বলে দাবি। বিভিন্ন সমীক্ষায় প্রকাশ, বর্তমানে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির হাওয়া পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও অনেক ফিকে। সমীক্ষায় সমাজবাদী পার্টির উত্তরণ দেখা গিয়েছে। এই অবস্থায় অখিলেশ যাদবের ঘর ভেঙে ভ্রাতৃবধূর বিজেপিতে যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন দেখরা উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে শেষ পর্যন্ত কার পালে হাওয়া বইতে শুরু করে। মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা বিজেপিতে টিকিট পান কি না।

English summary
Mulayam Singh’s daughter in law joins in BJP leaving Akhilesh Yadav’s Samajwadi Party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X