For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল আজও ‘তৃণমূল’-এ থাকার সুবিধা নেন! তূণ থেকে বের হল আরও এক অস্ত্র

মুকুল রায় যখন তৃণমূলের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার বিদ্যুৎ-দুর্নীতির অভিযোগ এনেছেন, তখন মুকুলের বিরুদ্ধে বাংলো দখল করে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে দিল্লি হাইকোর্টে।

Google Oneindia Bengali News

এখনও দু-দফার ভোট বাকি লোকসভায়। তার আগে যে যার তূণে থাকা শেষ অস্ত্র বের করে ফেলছে। মুকুল রায় যখন তৃণমূলের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার বিদ্যুৎ-দুর্নীতির অভিযোগ এনেছেন, তখন মুকুলের বিরুদ্ধে বাংলো দখল করে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে দিল্লি হাইকোর্টে।

জনস্বার্থ মামলা দায়ের

জনস্বার্থ মামলা দায়ের

জনৈক আইনজীবী অরিন্দম ঘোষ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন। তাঁর অভিযোগ, রাজসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরও নিয়ম ভেঙে নয়াদিল্লিতে বরাদ্দ বাংলো দখল করে রেখেছেন মুকুল রায়।

দেড় বছর বাংলো দখল

দেড় বছর বাংলো দখল

২০১৭ সালের ১১ অক্টোবর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মুকুল রায়। সেইসময় তার জন্য যে বাংলো বরাদ্দ ছিল, ইস্তফার ১৯ মাস পরেও বাংলো খালি করেননি মুকুল রায়। এক মাসের মধ্যে বাংলো ছেড়ে দেওয়াই নিয়ম, কিন্তু সেই নিয়মকে বুডজ়ো আঙুল দেখিয়ে এখন মুকুল রায় সেই বাংলা দখল করে রেখেছেন।

১ মাসের বদলে ১৯

১ মাসের বদলে ১৯

মামলাকারী আরও জানিয়েছেন, সাধারণভাবে রাজ্যসবার সাংসদ পদ ছাড়ার পর মাত্র ১ মাস অতিরিক্ত সময় দেওয়া হয়। তার বাইরে সময়সীমা বাড়ানোর ক্ষমতা নেই রাজ্যসভার হাউস কমিটি। তিনি বলেন, বেআইনিভাবে পাঁচবার বাংলোয় থাকার সময়সীমা বাড়িয়েছেন মুকুল রায়।

বাংলো ছাড়া ও ভাড়া আদায়

বাংলো ছাড়া ও ভাড়া আদায়

দিল্লি হাইকোর্টে মামলাকারী আবেদন জানান, অবিলম্বে মুকুল রায়কে বাংলো ছাড়া করা হোক। তার দাবিতেই মামলা রুজু করা হয়েছে। এতদিন বাংলো দখল করে রাখার জন্য বিজেপি নেতার কাছ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে ভাড়া আদায়ের আবেদনও করেন তিনি।

English summary
Mukul Roy have been occupied the banglow after resignation from TMC MP. A Public interest litigation is filed in Delhi High Court against Mukul Roy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X