For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে ভোট প্রচারে মুকুল, বিমানবন্দরে কথা অমিত শাহের সঙ্গে

গুজরাতে ভোটের প্রচারে বিজেপি নেতা মুকুল রায়। সকালে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর পরেই বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতে ভোটের প্রচারে বিজেপি নেতা মুকুল রায়। সকালে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর পরেই বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর।

গুজরাতে ভোট প্রচারে মুকুল, বিমানবন্দরে কথা অমিত শাহের সঙ্গে

[আরও পড়ুন:বিজেপির ঐক্যে ফাটল! 'কোচ' মুকুলকে 'একঘরে' করতে কী বার্তা 'ক্যাপ্টেন' দিলীপের ][আরও পড়ুন:বিজেপির ঐক্যে ফাটল! 'কোচ' মুকুলকে 'একঘরে' করতে কী বার্তা 'ক্যাপ্টেন' দিলীপের ]

সামনে পশ্চিমবঙ্গের বড় নির্বাচন বলতে ২০১৮-তে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিজেপি যোগ দিয়েই গুজরাত গেলেন মুকুল রায়। রবিবার সকালে তিনি আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছন। শনিবারই শিলিগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায়ে গুজরাত যাত্রার কথা জানিয়েছিলেন।

তৃণমূলে থাকাকালীন অঘোষিত দ্বিতীয় স্থানে ছিলেন মুকুল রায়। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই অর্থে তাঁকে সেরকম কোনও বড় পদ দেওয়া হয়নি। দিল্লিতে খানিকটা অমিত শাহের উদ্যোগেই বিজেপিতে যোগ দেন তিনি।

[আরও পড়ুন:'উত্তীর্ণ'-তে সিপিএমের অনুষ্ঠান, মমতার সরকারের প্রস্তাব গ্রহণের পর 'অস্বস্তি' কাটিয়ে চলছে প্রস্তুতি][আরও পড়ুন:'উত্তীর্ণ'-তে সিপিএমের অনুষ্ঠান, মমতার সরকারের প্রস্তাব গ্রহণের পর 'অস্বস্তি' কাটিয়ে চলছে প্রস্তুতি]

রবিবার আহমেদাবাদ বিমানবন্দরে নেমেই অমিত শাহের সঙ্গে সক্ষাৎ হয় মুকুল রায়ের। সূত্রের খবর দুজনের মধ্যে বাংলায় বিজেপির রণকৈশল নিয়ে আলোচনা হয়।

বিজেপি যোগ দিয়ে কলকাতায় এসে প্রথম সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দলের ক্যাপ্টেন বলে বর্ণনা করেছিলেন। অন্যদিকে, ১০ নভেম্বর ধর্মতলায় বিজেপি সমাবেশে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায়কে রাজ্য ইউনিটের কোচ হিসেবে বর্ণনা করেছিলেন।

English summary
Mukul Roy goes to Gujarat for his party's election campaign and meet party president Amit Shah at Ahamedabad airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X