For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকায়দায় মুকেশ আম্বানি! রিলায়েন্স-ফিউচার চুক্তি মামলায় আদালতের রায়ে এগিয়ে অ্যামাজন

বেকায়দায় মুকেশ আম্বানি! রিলায়েন্স-ফিউচার চুক্তি মামলায় আদালতের রায়ে এগিয়ে আমাজন

  • |
Google Oneindia Bengali News

সংঘাতের আবহ তৈরি হয়েছিল বিগত কয়েকমাস থেকেই। খুচরো এবং পাইকারি ব্যবসায় রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স বা আরআরভিএল-এর সঙ্গে অ্যামাজনের এই যুদ্ধ আবহে অবশেষে নতুন মোড় দেখা গেল সিঙ্গাপুরের সালিশি আদালতের রায়ে। সর্বশেষ রায় না বেরোনো পর্যন্ত চুক্তি সারা থাকলেও ফিউচার গোষ্ঠী তাদের ব্যবসা রিলায়েন্স বিক্রি করতে পারবেনা বলেও সাফ জানিয়েছে সিঙ্গাপুরের আন্তর্জাতিক সালিশি আদালত।

বেকায়দায় মুকেশ আম্বানি! রিলায়েন্স-ফিউচার চুক্তি মামলায় আদালতের রায়ে এগিয়ে অ্যামাজন

ওয়াকিবহাল মহলের মতে, এই বর্তমানে খানিকটা হলেও বেকায়দায় পড়বে আরআরভিএল। যদিও লড়ইয়ের ময়দানে বর্তমানে আমাজন খানিকটা এগিয়ে গেল বলেও মত তাদের। এদিকে অগাস্ট মাসের শেষ দিকেই প্রথম ফিউচার গ্রুপের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ আনে আমাজন। আমাজনের দাবি ফিউচারের অনথিভুক্ত সংস্থা ফিউচার কুপন্সের শতাংশ অংশীদারি কিনেছিল তারা। এমনকী ফিউচার রিটেলের আবার ৭.৩% অংশীদারি রয়েছে ফিউচার কুপন্সের হাতে। চুক্তি অনুযায়ী ফিউচার গ্রুপের কোনও শেয়াক বিক্রি হলে তা কেনার সুযোগ আমাজনের পাওয়া উচিত।

প্রসঙ্গত উল্লেখ্য অগস্টের শেষ দিকে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী জানায় ২৪,৭১৩ কোটি টাকা মূল্যে তারা তাদের খুচরো, পাইকারি, গুদাম ও পণ্য পরিবহণ ব্যবসা রিলায়েন্সের হাতে তুলে দিতে চলেছে। এমনকী চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছে। এরপরেই চুক্তিভঙ্গের অভিযোগে ফিউচারকে আইনি নোটিস ধরা আমাজন। দারস্থও সিঙ্গাপুরের সালিশি আদালতের। বর্তমানে কোর্টের নয়া রায়ে রিলায়েন্স ও ফিউচার গোষ্ঠী নতুন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

English summary
mukesh ambani under pressure amazon goes ahead with courts verdict in reliance futures deal case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X