For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকেশ আম্বানির উত্তরাধিকার পরিকল্পনা! তিন সন্তানের কে পেলেন রিলায়েন্সের কোন ব্যবসার দায়িত্ব

তিনি ২০ বছর ধরে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান। বিশ্বের ধনীদের তালিকায় ১১ তম। ৬৫ বছর বয়সে এসে মুকেশ আম্বানি (Mukesh Ambani), নিজের তিন সন্তানের জন্য উত্তরাধিকার (Succession) পরিকল্পন

  • |
Google Oneindia Bengali News

তিনি ২০ বছর ধরে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান। বিশ্বের ধনীদের তালিকায় ১১ তম। ৬৫ বছর বয়সে এসে মুকেশ আম্বানি (Mukesh Ambani), নিজের তিন সন্তানের জন্য উত্তরাধিকার (Succession) পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সোমবার তিনি ঘোষণা করেছেন যমজ সন্তান আকাশ ও ঐশাকে টেলিকম এবং খুচরোর দায়িত্ব দিচ্ছেন। আর ছোট ছেলে অনন্তকে নতুন করা এনার্জি ইউনিটের দায়িত্ব দিচ্ছেন।

তিনি অবসর নিচ্ছেন না

তিনি অবসর নিচ্ছেন না

তিন ছেলে মেয়ের হাতে দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা জানালেও মুকেশ আম্বানি জানিয়েছেন, তিনি অবসর নিচ্ছেন না। আগের মতোই নেতৃত্ব দেবেন। শেয়ার হোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন, সবই একটি ইউনিট হিসেবে কাজ করবে। সুরক্ষিত ও সুসংগত প্রতিষ্ঠান গিসেবে যাত্রা অব্যাহত থাকবে।

তিন বড় ব্যবসায় রিলায়েন্স

তিন বড় ব্যবসায় রিলায়েন্স

সাধারণভাবে রিলায়েন্সের তিনটি বিস্তৃত ব্যবসা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল তৈল পরিশোধন এবং পেট্রোকেমিক্যালস, খুচরো এবং ডিজিটাল পরিষেবা। এই ডিজিটাল পরিষেবার মধ্যেই রয়েছে টেলিকম। খুচরো ও ডিজিটালের জন্য তৈরি করা হয়েছে পৃথক সংস্থা। অন্যদিকে তৈল শোধন কিংবা রাসায়নিকের ব্যবসা রিলায়েন্সের পুরনো ব্যবসা। নতুন শুরু হওয়া এনার্জি ব্যবসাও মূল ব্যবসার সঙ্গে যুক্ত।

উত্তারাধিকার পরিকল্পনা

উত্তারাধিকার পরিকল্পনা

এদিন রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানিয়েছেন, তিনি আকাশ ও ইশা ডিজিটাল ও খুচরো ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে অনন্ত নতুন তৈরি করা এনার্জি ব্যবসায় যোগ দিয়েছে। সে বেশিরভাগ সময় জামনগরে কাটাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মুকেশ আম্বানি বলেছেন তাঁর তিন সন্তানই রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মানসিকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। গত জুন মাসে বড় ছেলে আকাশ আম্বানিকে জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান করেছিলেন মুকেশ। আর এদিন সংস্থার বার্ষিক সাধারণ সভায় ইশাকে খুচরো ব্যবসার প্রধান গিসেবে পরিচয় করিয়ে দেন। পরে তিনি জানান, ২৬ বছর বয়সী অনন্ত এনার্জি ব্যবসায় যোগ দিচ্ছেন। রিলায়েন্সের তিন ব্যবসার আকার প্রায় সমান।
২০২১-এর জুনে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তিনি ইঙ্গিত করেছিলেন, তাঁর সন্তানরাও ব্যবসায় যোগ দেবে। তিনি বলেছিলেন, পরবর্তী প্রজন্মের আকাশ ইশা এবং অনন্ত উত্তরাধিকারকে সমৃদ্ধ করবে।

ভাইয়ের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন মুকেশ

ভাইয়ের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন মুকেশ

প্রসঙ্গত ২০০২ সালে প্রয়াত হন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। তার পরেই দুই ভাই মুকেশ ও অনিল আম্বানি নিজেদের মধ্যে উত্তরাধিকার নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিলেন। ১৯৭৩ সালে রিলায়েন্স প্রতিষ্ঠার পরে ধীরুভাই আম্বানি টেক্সটাইল থেকে তেল, টেলিকম ব্যবসায় নেমেছিলেন। তিন বছর ধরে দুই ভাইয়ের তিক্ত সম্পর্কের পরে ২০০৫ সালে মা কোকিলাবেন দুইভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন। সেই সময় মুকেশ আম্বানিকে রিফাইনারি, পেট্রোকেমিকেলস, তেল, গ্যাস, টেক্সটাইল ব্যবসার ভার পেয়েছিলেন। অন্যদিকে অনিল আম্বানি পেয়েছিলেন টেলিযোগাযোগ, অ্যাসেট ম্যানেজমেন্ট, বিনোদন এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবসার দায়িত্ব।

পরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা হাইকোর্টে! ভাইদের সঙ্গে কেমন সম্পর্ক, মমতার মন্তব্যে জল্পনাপরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলা হাইকোর্টে! ভাইদের সঙ্গে কেমন সম্পর্ক, মমতার মন্তব্যে জল্পনা

English summary
Mukesh Ambani's succession plan for his sons and daughter in Reliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X