For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি আর্থিক কেলেঙ্কারিতে এবার মুকেশ আম্বানিদের খুড়তুতো ভাই-সহ ৫ জন গ্রেফতার

পিএনবি-র আর্থিক কেলেঙ্কারিতে রবিবার রাতেই বিপুল আম্বানিকে জেরা করেছিল সিবিআই। নীরব মোদীর হিরে-জহরত ব্যবসার সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল সংস্থায় বিপুল সিএফও হিসাবে কাজ করতেন।

Google Oneindia Bengali News

একপ্রস্থ জেরা হয়েছিল। এবার গ্রেফতার হলেন মুকেশ অম্বানি, অনিল আম্বানিদের খুড়তুতো ভাই বিপুল আম্বানি। পিএনবি-র আর্থিক কেলেঙ্কারি মামলায় তাঁকে মঙ্গলবার গভীররাতে গ্রেফতার করে সিবিআই। সেই সঙ্গে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে।

এই কেলেঙ্কারির লেজ কোথায়, হিমশিম অবস্থা সিবিআই-এর

পিএনবি-র আর্থিক কেলেঙ্কারিতে রবিবার রাতেই বিপুল আম্বানিকে জেরা করেছিল সিবিআই। নীরব মোদীর হিরে-জহরত ব্যবসার সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল সংস্থায় বিপুল সিএফও হিসাবে কাজ করতেন। আর্থিক তচ্ছরূপ-এর ব্যাপারে তিনি কিছুই জানতেন না এটা মানতে রাজি হয়নি সিবিআই। পরে বিপুলকে ডেকে ফের জেরা করা হবে বলে জানিয়েই রাখা হয়েছিল। কিন্তু, তার আর দরকার পড়ল না তার আগেই গ্রেফতার হলেন বিপুল।

বিপুল ছাড়াও নীরব মোদীর সংস্থা ফায়ারস্টার টইন্টারন্যাশনাল থেকে আরও দুই উচ্চ পদস্থ কর্তাকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে একজন মহিলা। জানা গিয়েছে এই উচ্চপদস্থ কর্তার মধ্যে আছেন ফায়ারস্টার-এর সিনিয়র এগজিকিউটিভ অর্জুন পাটিল এবং কবিতা মানকিকর। ফায়ারস্টার ইন্টারন্যাশনাল-এর এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেন কবিতা। পিএনবি-র সঙ্গে ব্যবসায়িক লেনদেন চালানো তিন সংস্থা ডায়মন্ডস আর ইউএস, সোলার এক্সপোর্টস, স্টেলার ডায়মন্ডস। এই তিন সংস্থারই সিগনেটরি অথরিটির দায়িত্ব সামলাচ্ছিলেন কবিতা।

নীরব-এর সংস্থা ছাড়াও তাঁর কাকা মেহুল চোখসির হিরে-জহরত ব্যবসার সংস্থা গীতাঞ্জলি থেকেও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে একজন আবার মেহুল চোখসির মামা। জানা গিয়েছে এই দুই ধৃতর নাম- কপিল খাণ্ডেলওয়াল ও নীতীন সাহায়। গীতাঞ্জলির অধীনস্থ সংস্থা নক্ষত্র-র সিএফও কপিল। নীতীন গীতাঞ্জলি-র মুখপাত্র এবং ম্যানেজার পদে কর্মরত।

মঙ্গলবারের এই গ্রেফতারির ফলে পিএনবি কেলেঙ্কারিতে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১১। এরমধ্যে ৫ জনই আবার পিএনবি-র কর্মী। সিবিআই ইতিমধ্যে পিএনবি কাণ্ডে পিএনবি-র ১০ কর্মীকে জেরা করেছে। নীরব মোদী ও মেহুল চোখসির সংস্থা থেকেও ১৮ জনকে জেরা করেছে সিবিআই।

দিন কয়েক হল সামনে এসেছে পিএনবিকাণ্ড। অভিযোগ জাল লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে ১১,৩০০ কোটি টাকার আর্থিক তচ্ছরূপ করেছে নীরব মোদীর সংস্থা ফায়ারস্টার ইন্ট্যারন্যাশনাল। অন্যদিকে, নীরবেব মামা মেহুল চোখসিও তাঁর গীতাঞ্জলি সংস্থার নাম করেও পিএনবি-তে ৪৮৮৬ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করেছে বলে অভিযোগ। আর এই কাজে পিএনবি-র কয়েক জন কর্মী নীরব ও মেহুলকে সাহায্য করেছিল।

English summary
Vipul Ambani and four other senior executives of Nirav Modi and Mehul Choksi’s companies on Tuesday in a Rs 11,400-crore loan fraud case at a Mumbai branch of the Punjab National Bank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X