For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতি ঘণ্টায় ৭ কোটি টাকা কামান মুকেশ আম্বানি, জানেন কি

প্রতি ঘণ্টায় ৭ কোটি টাকা কামান মুকেশ আম্বানি, জানেন কি

  • |
Google Oneindia Bengali News

হুরন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৯-র তালিকায় ভারতের সর্বাধিক ধনী ব্যক্তি হিসাবে শীর্ষে রয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তবে বর্তমানে তাঁর যে যে মাত্রায় বেড়েছে তাতে চোখ ছানাবড়া হয়েছে সকলেরই।

আয় যখন ঘন্টায় ৭ কোটি

আয় যখন ঘন্টায় ৭ কোটি

সম্প্রতি এই বিষয়ে প্রকাশিত একটি তালিকায় দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় মুকেশ আম্বানির গড় আয় প্রায় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার বা ৭ কোটি টাকা। যা হয়তো কোনও সাধারণ মানুষ কখনও স্বপ্নেও কল্পনা করতে পারবেন না।

সাড়া বিশ্বে তৃতীয় স্থানে ভারত

সাড়া বিশ্বে তৃতীয় স্থানে ভারত

পাশাপাশি ২০১৯ সালে প্রতি মাসে তিন জন করে কোটিপতি পেয়েছে। বর্তমানে ১৩৮ জন কোটিপতি নিয়ে ভারত বর্তমানে সাড়া বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে বলে জানা যাচ্ছে।পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত কোটিপতিদের সংখ্যা সাড়া বিশ্বে বর্তামনে ১৭০-র ঘর ছাড়িয়েছে বলেও জানা যাচ্ছে এই রিপোর্ট থেকে।

কোটিপতির তালিকায় প্রথম স্থানে আমেরিকা

কোটিপতির তালিকায় প্রথম স্থানে আমেরিকা

পাশাপাশি এই তালিকায় ৭৯৯ জন কোটিপতি নিয়ে প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং ৬২৬ জন কোটিপতি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। অন্যদিকে ভারত এই নতুন ১৩৮ জনের তালিকায় তালিকায় আরও নতুন ৩৪ জন কোটিপতি যুক্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

২০১৯ সালে বিশ্বে মোট কোটিপতির সংখ্যা ছিল প্রায় ৪৮০

২০১৯ সালে বিশ্বে মোট কোটিপতির সংখ্যা ছিল প্রায় ৪৮০

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২০-এর নবম সংস্করণ অনুসারে, সারা বিশ্ব জুড়ে ২৮৮১ জনের কাছে এক হাজার ডলার বা তারও বেশি অর্থ রয়েছে। অন্যদিকে ২০১৯ সালে গোটা বিশ্বে মোট কোটিপতির সংখ্যা ছিল প্রায় ৪৮০। তার পর প্রতি দিন এই তালিকায় নতু এক জনের নাম যপক্ত হয়েছে। যেখানে চিন থেকেই প্রতি সপ্তাহে এই তালিকায় নতুন একজনের নাম যুক্ত হয়েছে।

অগ্নিগর্ভ দিল্লি! কলম ধরলেন গুলজার, নেট দুনিয়ায় তোলপাড় অগ্নিগর্ভ দিল্লি! কলম ধরলেন গুলজার, নেট দুনিয়ায় তোলপাড়

English summary
mukesh ambani earns 7 core per hour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X