অনিলকে রাহুলের আক্রমণ, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার মুকেশের
রাফালে ইস্যুতে ভাই অনিল আম্বানিকে, রাহুল গান্ধীর লাগাতার আক্রমণে হয়তো বিচলিত ছিলেন। পরিস্থিতি হালকা করতেই কংগ্রেস প্রার্থীর প্রচারে দাদা মুকেশ আম্বানিকে অংশ নিতে দেখা গেছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।

দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার সমর্থনে, এক ভিডিও প্রচারে মুখ দেখিয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। কংগ্রেস প্রার্থীকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, দক্ষিণ মুম্বইয়ের জন্য মিলিন্দ দেওরাই সবচেয়ে যোগ্য। দীর্ঘ ১০ বছর দক্ষিণ মুম্বই থেকে তিনি প্রতিনিধিত্ব করেছেন। এখানকার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বাস্তু ওঁর নখদর্পণে বলে দাবি করেছেন মুকেশ আম্বানি। টুইটারে নিজে সেই ভিডিও আপলোড করে, এমন বর্ণময় প্রচারের জন্য গর্ব বোধ করেছেন দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরা।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভাই অনিল আম্বানির প্রতি ভালোবাসা থেকেই মিলিন্দ দেওরার হয়ে প্রচার করেছেন দাদা মুকেশ আম্বানি। গত এক দশকেরও বেশি সময় ধরে চলা তাঁদের পারিবারিক অশান্তিতে যবনিকা পড়ে, যখন ৪৫৮.৭৭ কোটি টাকার ঋণে জর্জরিত অনিল আম্বানিকে জেল যাওয়া থেকে বাঁচান মুকেশ আম্বানি। দাদাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মুকেশ আম্বানির ছেলে ও মেয়ের বিয়েতেও সপরিবারে যান ভাই অনিল। আম্বানি পরিবারে ফের সুখের দিন ফিরে আসে।
[আরও পড়ুন:'মুনমুনের হয়ে ইমরান খান ভোট প্রচারে আসছেন শুনছি'! বাবুলকে পাশে নিয়ে আরও যা বললেন মুকুল]
হয়তো সেই কারণেই রাফালে ইস্যুতে ভাই অনিল আম্বানিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর লাগাতার আক্রমণ মেনে নিতে পারেননি দাদা মুকেশ আম্বানি। তাই রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান, দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার নির্বাচনী প্রচারে অংশ নেন বলে জল্পনা বিভিন্ন মহলে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের নেতার হয়েই মুকেশ অম্বানীর ভোট চাওয়ায়, কপালে ভাঁজও পড়েছে অনেকেরই। তবে এরকম একটা কিছু হতে পারে আন্দাজ করেই মুকেশ অম্বানি ভিডিয়োটি তৈরি করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন মিলিন্দ দেওরা।