For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বিদ্যুৎ সংকট মোচনে বড় ঘোষণা রিলায়েন্সের, প্রধানমন্ত্রী মোদীর টার্গেট পূরণে ঝাঁপাচ্ছেন মুকেশ আম্বানী

দেশের বিদ্যুৎ সংকট মোচনে বড় ঘোষণা রিলায়েন্সের, প্রধানমন্ত্রী মোদীর টার্গেট পূরণে ঝাঁপাচ্ছেন মুকেশ আম্বানী

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টার্গেট নিয়েছিলেন ২০৩০ সালের মধ্যে ভারতকে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন ৪৫০ মেগাওয়াট পর্যন্ত নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী মোদীর সেই লক্ষ্যপূরণে ঝাঁপাচ্ছে রিলায়েন্স। গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিয়েেছ রিয়ায়েন্স। এছাড়াও সৌদির অ্যামরেকো কোম্পানির চেয়ারম্যান যে রিলায়েন্সের বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন সেকথাও ঘোষণা করেছেন মুকেশ আম্বানি।

মোদীর লক্ষ্য পূরণে উদ্যোগী রিলায়েন্স

মোদীর লক্ষ্য পূরণে উদ্যোগী রিলায়েন্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নবীকরণের শক্তি উৎপাদনে লক্ষ্যমাত্রা তৈরি করেছেন ২০৩০ সালের মধ্যে ৪৫০ মেগাওয়াট পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের টার্গেট নিয়েছেন। দেশের স্বার্থে তাতে উদ্যোগী হয়েছে রিলায়েন্স। মুকেশ আম্বানি এদিন ঘোষণা করেছেন রিলায়েন্ট গিগা ফ্যাক্টরি তৈরি করবে। তাতে পুনর্নবীকরশ শক্তি উৎপাদন বাড়বে দেশে।

রিলায়েন্সের বোর্ড মেম্বার হচ্ছে অ্যামরেকোর চেয়ারম্যান

রিলায়েন্সের বোর্ড মেম্বার হচ্ছে অ্যামরেকোর চেয়ারম্যান

রিলায়েন্সের বোর্ড চেয়ারম্যান হচ্ছেন অ্যামরেকোর চেয়ারম্যান। গত বছরই সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি অ্যামরেকোর সঙ্গে সঙ্গে চুক্তি হয়েছিল রিলায়েন্সের। করোনা পরিস্থিতিতেও দেশের আর্থিক উন্নয়নের নতুন আশা দেখছিল মোদী সরকার। কিন্তু তা তারপরেই দফায় দফায় লকডাউনে প্রভাব পড়েছিল বািণজ্যে। রিলায়েন্সের অ্যানুয়াল মিটিংয়ে নতুন খবর শোনালেন মুকেশ আম্বানি।

দেশের উন্নয়নে বিনিয়োগ

দেশের উন্নয়নে বিনিয়োগ

দেশের উন্নয়নে গত দশ বছরে ৯০ বিলিয়ন ডলার খরচ করেছে রিলায়েন্স। এমনই দাবি করেছেন মুকেশ আম্বানি। কোভিড মোকাবিলায় বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে। ভ্যাক্সিনেশন ড্রাইভ থেকে শুরু করে টেস্টিং, অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি এমনকী করোনা টিকিৎসাতেই রিলায়েন্স বিপুল টাকা বিনিয়োগ করেছে।

জিও স্মার্টফোন

জিও স্মার্টফোন

রিলায়েন্স জিও এবার স্মার্ট ফোন নিয়ে আসছে। জিও স্মার্ট ফোন সেপ্টেম্বরেই বাজারে আসবে বলে জানিয়েছেন তিনি। গণেশ চতুর্থীতে বাজারে আসবে জিও স্মার্ট ফোন। এমনই ঘোষণা করেছে জিও।

এবার বাজারে নতুন স্মার্ট ফোন আনছে জিও, কবে হাতে পাবেন গ্রাহকরা, ঘোষণা মুকেশ আম্বানিরএবার বাজারে নতুন স্মার্ট ফোন আনছে জিও, কবে হাতে পাবেন গ্রাহকরা, ঘোষণা মুকেশ আম্বানির

English summary
Mukesh Ambani announce Giga Factrory to achieve 450GW of renewable energy capacity by 2030
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X