উপনির্বাচনের ফল : অরুণাচলে খুন হওয়া এনপিপি নেতার স্ত্রী জয়ী
অরুণাচল প্রদেশের উপনির্বাচন জিতলেন জঙ্গি হামলায় খুন হওয়া এনপিপি নেতা তিরোং আবোহ-র স্ত্রী ছাকাত আবোহ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্দল প্রার্থী আজেট হোমটককে ১৮৮৭ ভোটে হারিয়েছেন তিনি। যার মাধ্যমে অরুণাচলে বিজেপি-র প্রাধান্য বিস্তারের আরও একটি উদাহরণ পাওয়া গেল।

মাস কয়েক আগে অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৪১টি আসন জিতে একাধিপত্য কায়েম করে বিজেপি। তাকে যোগ্য সঙ্গত দেয় জেডিইউ, এনপিপি। সেই এনপিপি নেতা তিরোং আবোহ, পশ্চিম খোনসা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে যেতেন। এর কিছুদিন পরেই তাঁকে গুলি করে খুন করা হয়। এনএসসিএন জঙ্গিরা এই হামলার দায় নেয়।
শূণ্য হয়ে যাওয়া ওই বিধানসভা আসনে প্রার্থী কে হবেন, তা নিয়ে জেডিইউ, এনপিপি-র সঙ্গে বৈঠক করে বিজেপি। সর্বসম্মতিক্রমে খুন হওয়া এনপিপি নেতা তিরোং আবোহ-র স্ত্রী ছাকাত আবোহ-কেই পশ্চিম খোনসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী মনোনিত করা হয়। গত সোমবার এই কেন্দ্র ভোটদান হয়। ভোট পড়ে ৮৯ শতাংশ। এই আসন জিতে অরুণাচল প্রদেশে বিজেপির হাত শক্ত করল এনপিপি।