For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপালের শাসনে জঙ্গি বিরোধী অভিযানে আদৌ কি হবে সুবিধা! যা বলছেন পুলিশ প্রধান

রাজ্যের নিরাপত্তা বাহিনী এবার জঙ্গি বিরোধী অপারেশনে জোড় কদমে নামতে পারবে। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন সেখানকার পুলিশ প্রধান এসপি বেদ।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের নিরাপত্তা বাহিনী এবার জঙ্গি বিরোধী অপারেশনে জোড় কদমে নামতে পারবে। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন সেখানকার পুলিশ প্রধান এসপি বেদ। মঙ্গলবার সরকারের ওপর থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার পর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করাহয়। রাজ্যপালের শাসনে পুলিশের পক্ষে কাজ করা সুবিধাজনক হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যপালের শাসনে জঙ্গি বিরোধী অভিযানে আদৌ কি হবে সুবিধা! যা বলছেন পুলিশ প্রধান

জঙ্গি বিরোধী অপারেশন চলবে। এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি। রমজানের সময়ে সেখানে এই অভিযান বন্ধ রাখা হয়েছিল। সামনের দিনগুলিতে অভিযান আরও জোড়দার করা হবে। পুলিশের পক্ষেও কাজ করা সহজ হবে। মন্তব্য করেছেন এসপি বেদ। রাজ্যপালের শাসনে অভিযান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমনটাই বলেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, কোনও রাজনৈতিক দলই সরকার গঠনের দাবি না করায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল এনএন ভোরা।

দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন, রমজানের অস্ত্রবিরতি আর বাড়ানো হবে না। অস্ত্র বিরতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুলিশ প্রধান এসপি বেদ বলেছেন, এই সিদ্ধান্তই জঙ্গিদের শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে। সংগঠনভাবে জঙ্গিরা এই সময়ে বাড়তি সুবিধা পেয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই সময়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পগুলিতে হাই-অ্যালার্ট রাখা হয়েছিল। যদি সেখানে হামলা হয়, তার প্রত্যুত্তর দিতেও তৈরি ছিল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর থাকা সত্ত্বেও হামলা হয়নি। এই ঘটনাই জঙ্গিদের সুবিধা করে দিয়েছে।

তবে রাজ্যপালের শাসনে উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির ওপর যথেষ্ট প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

সাংবাদিক সুজাত বুখারির হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে বলতে গিয়ে পুলিশ প্রধান বলেন, এবিষয়ে বিশেষ দল তদন্ত করছে। সীমিত সময়ের মধ্যেই এসম্পর্কে ফলাফল জানা যাবে। সেনা জওয়ান ঔরঙ্গজেবের খুনের প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের সনাক্ত করা গিয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

English summary
"Much Easier" To Work Under Governor's Rule says Jammu And Kashmir's Top Cop
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X