For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমন মিসাইল বানাচ্ছে ভারত যা দিয়ে একলপ্তে গোটা পাকিস্তানকে নিশানা করা যাবে

নয়াদিল্লি ও মস্কোর নয়া চুক্তি হয়েছে যার ফলে নয়া প্রজন্মের একটি মিসাইল বানাতে চলেছে ভারত যা দিয়ে একসঙ্গে গোট পাকিস্তানকে নিশানা করা সম্ভব হবে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : প্রতিরক্ষার পাশাপাশি এবার আক্রমণের দিক থেকেও একধাপে অনেকটা পথ এগিয়ে যেতে চলেছে ভারত। আর তা পাকিস্তানের জন্য যে সুখের খবর নয় তা নিঃসন্দেহে বলা যায়। নয়াদিল্লি ও মস্কোর নয়া চুক্তি হয়েছে যার ফলে নয়া প্রজন্মের একটি মিসাইল বানাতে চলেছে ভারত যা দিয়ে একসঙ্গে গোট পাকিস্তানকে নিশানা করা সম্ভব হবে। [সীমান্তে রুট বদলে পুরনো পথেই ভারতে ঢুকছে জঙ্গিরা, রিপোর্ট গোয়েন্দা সূত্রে]

জানা গিয়েছে, নয়া প্রজন্মের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ৬০০ কিলোমিটার রেঞ্জের হতে চলেছে। অর্থাৎ এতটা দূরের লক্ষ্যবস্তুকেও একেবারে নিখুঁতভাবে নিশানা হানতে এটি সক্ষম হবে। [মই দিয়ে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা]

ভারতের তৈরি মিসাইলে এবার একলপ্তে নিশানা হবে গোটা পাকিস্তান!

যে দূরত্ব পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রটি নিশানা করতে পারবে তাতে গোটা পাকিস্তানকেই একলপ্তে নিশানায় আনা সম্ভব হবে বলে জানা গিয়েছে। গত জুনে এমটিসিআর (মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম) সংক্রান্ত চুক্তি হয় ভারত-রাশিয়ার মধ্যে। [ভারতের দাপট কমাতে নয়া ফন্দি পাকিস্তানের!]

সেই চুক্তি অনুযায়ী ভারতকে এই মিসাইল তৈরিতে সাহায্য করবে রাশিয়া। এমটিসিআর-এর নির্দেশনামা অনুযায়ী এর সদস্যভুক্ত না হলে অন্য কোনও দেশ যারা এর সদস্য নয়, তাদের কাছে ৩০০ কিলোমিটার বা তা দূরের রেঞ্জের মিসাইল বিক্রি বা হস্তান্তর করা যাবে না। [সীমান্তে হামলার অপেক্ষায় কাশ্মীর উপত্যকায় লুকিয়ে ২৫০ পাক জঙ্গি]

ব্রহ্মসের বর্তমান রেঞ্জ ৩০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত থেকে দূরবর্তী পাকিস্তানি প্রদেশগুলিকে আক্রমণ করা অসুবিধার হতে পারে। ভারতের হাতে বালিস্টিক মিসাইল রয়েছে যা পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কার্যকর হতে পারে। তবে এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে যা নতুন তৈরি হতে চলা ক্ষেপণাস্ত্রের নেই। এটি অতটাই শক্তিশালী।

জানা গিয়েছে, প্রোগ্রামিং করে এই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে যেকোনও কোণ থেকে শত্রুপক্ষের উপরে আঘাত হানা সম্ভব, একেবারে নিখুঁতভাবে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া সম্ভব। জঙ্গি ঘাঁটি অথবা দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি শিবির খুঁজে উড়িয়ে দেওয়াও এর পক্ষ্যে সম্ভব হবে।

গোয়ায় গ্বিপাক্ষিক যে সকল চুক্তি ভারত-রাশিয়ার মধ্যে সাক্ষর হয়েছে তার মধ্যে এগুলি ছাড়াও ছোট রেঞ্জের ক্ষেপণাস্ত্র যা বিমান বা সাবমেরিন থেকে ছাড়া সম্ভব সেগুলির চুক্তিও হয়েছে। রাশিয়া জানিয়ে দিয়েছে, নয়া প্রজন্মের এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরিতে ভারতের সঙ্গে তারা হাত মিলিয়েছে। এটি জল-স্থল-অন্তরীক্ষ সব জায়গা থেকেই ছাড়া সম্ভব বলে জানা গিয়েছে।

English summary
MTCR : India, Russia to develop 600-km range missiles that can cover entire Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X