For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সুরেই সুর মিলিয়ে নির্মলার আর্থিক প্যাকেজকে 'তুচ্ছ ও লোক দেখানো' বলে সরব এমএসএমইগুলি

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা মতো দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলিকে চাঙ্গা করতে বুধবারই বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যে আর্থিক প্যাকেজকে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'বিগ জিরো' বলে মন্তব্য করেন। খুশি নন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগগুলিও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়েছে।

শিল্পমহলের বার্তা

শিল্পমহলের বার্তা

নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজে খুশি নয় দেশের এমএসএমই-গুলি । বিভিন্ন স্কিম অর্থমন্ত্রী ঘোষণা করলেও তাতে খুশি নয় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা। শিল্পদ্যোগীদের দাবি কর্মীদের বেতন সংক্রান্ত কোনও প্যাকেজ ঘোষণা করলে তবেই তা সুবিধাজনক হতে পারত।

শিল্পোদ্যোগীদের বার্তা

শিল্পোদ্যোগীদের বার্তা

এমএসএমই ফেডারেশনের দাবি যেখানে নগদ অর্থের পরিমাণ কমছে মানুষের হাতে, সেখানে সরকারের এই নব ঘোষিত প্যাকেট অত্যন্তভাবে 'লোক দেখানো' একটি বিষয়। যেখানে চাহিদা কমছে সেখানে এই আর্থিক প্যাকেজ কার্যত কিছুই নয়।

শিল্পোদ্যোগ 'ভেন্টিলেশন' এ আছে!

শিল্পোদ্যোগ 'ভেন্টিলেশন' এ আছে!

এমএসএমই সংগঠনের দাবি, গোটা দেশের শিল্পোদ্যোগ আপতত ভেন্টিলেশনে রয়েছে। সেখানে অক্সিজেনের প্রয়োজন। এই মুহূর্তে তাদের বড়সড় সমর্থন না যোগালে আগামী ৩-৪ মাস প্রবল বিপর্যয় আসতে পারে।

 সংকটের তুলনায় কিছুই নয়!

সংকটের তুলনায় কিছুই নয়!

এমএসএমই সংগঠনের দাবি, যে সংকটের পরিস্থিতিতে দেশের অর্থনীতি রয়েছে, তাতে যে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে তা 'তুচ্ছ'। গ্যারান্টিবিহীন ঋণ ছাড়া নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য পাওনার কিছুই নেই।

অর্থমন্ত্রী কী জানিয়েছেন?

অর্থমন্ত্রী কী জানিয়েছেন?

আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'তিন লক্ষ কোটি টাকা ক্ষুদ্র, মধ্যম শিল্পের ক্ষেত্রে সাহায্য করা হয়েছে। এক্ষেত্রে কোনও গ্যারান্টির প্রয়োজন হবে না। এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য নানা পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে ৩ লক্ষ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। চার বছরের মেয়াদ হবে এই ঋণের। ১২ মাস পর্যন্ত মূলধনে পরিশোধ করতে হবে না।'

মমতার তোপ

মমতার তোপ

মুখ্যমন্ত্রী গতকালের কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা সম্পর্কে বিভিন্ন বিশেষণ প্রয়োগ করেন। তিনি বলেন, অশ্ব ডিম্ব, বিগ জিরো। আই ওরাশ। মানুষকে ধোঁকা ও ভাঁওতা বলেও অভিহিত করেন তিনি।

<strong>সরকারি কর্মীরা এবার 'ওয়ার্ক ফ্রম হোম' পেতে চলেছেন! কীভাবে চলবে প্রক্রিয়া, উঠে আসছে তথ্য</strong>সরকারি কর্মীরা এবার 'ওয়ার্ক ফ্রম হোম' পেতে চলেছেন! কীভাবে চলবে প্রক্রিয়া, উঠে আসছে তথ্য

English summary
MSME bodies say, Modi govts Economic relief package 'frivolous and gimmicky
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X