For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রযান নিয়ে ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী

তীরে এসে ডুবতে বসেছে তরী। চাঁদে অবতরণ এখনও অনিশ্চিত ল্যান্ডারের‌।

Google Oneindia Bengali News

তীরে এসে ডুবতে বসেছে তরী। চাঁদে অবতরণ এখনও অনিশ্চিত ল্যান্ডারের‌। এখনও যোগাযোগ করা যায়নি ল্যান্ডারের সঙ্গে। একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে চন্দ্রযানের ভবিষ্যত। এই পরিস্থিতিতে ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি টুইটে মন্তব্য করেছেন এই পরিশ্রম বিফলে যাবে না।

ইসরোর বিজ্ঞানীদের পাশে রাহুল

ইসরোর বিজ্ঞানীদের পাশে রাহুল

ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখনও তার সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অপ্রত্যাশিত বিপর্যয়ে ভেঙে পড়েছেন ইসরোর প্রধান কে শিবন। ইসরোর বিজ্ঞানীদের শান্ত্বনা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি লিখেছেন এই পরিশ্রম বিফলে যাবে না। ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টা গোটা দেশের কাছে একটা নজির‌। উদাহরণ তৈরি করেছে।

টুইট করেছে কংগ্রেস

টুইট করেছে কংগ্রেস

চন্দ্রযান নিয়ে রাতেই টুইট করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে ইসরোর বিজ্ঞানীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে টুইট করে কংগ্রেস। তাঁদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। টুইটে লেখা হয়েছে, ‘‌ইসরোর বিজ্ঞানীদের এই উৎকণ্ঠার পাশে আছি আমরা। জয় হিন্দ।'‌

শেষ ১৫ মিনিটের ভুল

শেষ ১৫ মিনিটের ভুল

সব ঠিক ছিল পরিকল্পনা মতো। নির্দিষ্ট সমীকরণেই নামছিল চন্দ্রযান। গতি কমিয়ে অবতরণের জন্য একেবারে প্রস্তুত ছিল সেটি। কিন্তু হঠাৎ করে গতি বদলে যায়। গতি বাড়িয়ে কক্ষপথ থেকে ছিটকে যায় ল্যান্ডার‌। এখন পর্যন্ত কোনও যোগাযোগ করা যায়নি ল্যান্ডারের সঙ্গে।

গত ২৩ জুলাই শ্রীহরিকোটা থেকে উড়েছিল চন্দ্রযান-২। গত দেড়মাস ধরে সঠিক সমীকরণেই এগিয়েছে সেটি। পরতে পরতে থাকা সব বাঁধা টপকে চাঁদের একেবারে কাছেই পৌঁছে গিয়েছিল সেটি। কিন্তু শেষটাই ওলট পালট হয়ে গেল সব।

English summary
Mr Gandhi's party also expressed solidarity with the ISRO scientists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X