For Quick Alerts
For Daily Alerts
ক্রিকেট 'জ্বরে' সাংসদরাও! সভার কাজ আগেই শেষ করুন, অধ্যক্ষের আছে আবদার
সাংসদদের আবেদন অধ্যক্ষের কাছে। মঙ্গলবার সভার কাজ আগেই শেষ করুন। কারণ অবশ্যই আছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। যা শুরু হতে যাচ্ছে ৩ টে থেকে। আইসিসি ক্রিটেক টুর্নামেন্ট এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এখন খেলা ৪ টি দলের মধ্যে। ভারত ও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

পয়েন্ট তালিকায় ভারত টেবিলের সব থেকে ওপরে থেকে খেলা শেষ করেছিল। আর নিউজিল্যান্ড ছিল চতুর্থস্থানে। এই দুইদলের সেমিফাইনাল। বিশেষজ্ঞরা বলছেন মঙ্গলবারের খেলায় ফেবারিট ভারত। ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড ভাল।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ সেমিফাইনাল খেলা হচ্ছে ম্যাঞ্চেস্টারের ওল্ডট্র্যাফোর্ডে।