For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের 'অটোগ্রাফ' নিতে রাজ্যসভায় সাংসদদের লম্বা লাইন

Google Oneindia Bengali News

 সচিনের 'অটোগ্রাফ' নিতে রাজ্যসভায় সাংসদদের লম্বা লাইন
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাজ্যসভার অধিবেশন। সাদার উপর চেক শার্ট, তার উপর কালো রংয়ের ফুলহাতা শোয়েটার। সবার চোখ তখন রাজ্যসভার নয়া সদস্যের উপরই। বাইশ গজে ২৪টা বছর সাড়ম্বরে কাটিয়ে এখন রাজনীতিতে নিজেকে ঝালিয়ে নেওয়ার পালা। শুক্রবার রাজ্যসভায় শীতকালীন অধিবেশনে প্রথমবার উপস্থিত হলেন সচিন রমেশ তেন্ডুলকর।

সচিনকে ঘিরে মাঠের উন্মাদনাই যেন তখন রাজ্যসভার কক্ষে। একের পর এক সদস্যরা তাঁর দিকে এগিয়ে আসছেন অভিনন্দন জানানোর জন্য। কেউ কেউ আবার সচিনের আসনের সামনে দিয়ে বারবার ঘুরঘুর করতে শুরু করেছেন, শুধুমাত্র নিজের চোখকে বিশ্বাস করবেন বলে।

১২ বছর আগে সংসদ হানায় শহীদদের আজ শ্রদ্ধা জানালেন সাংসদরা। তারপরেই কক্ষের চেয়ারম্যান হামিদ আনসারি ঘোষণা করেন, অসামান্য ক্রিকেটার ও ভারতরত্নের অধকারি সচিন তেন্ডুলকার রাজ্যসভার মনোনীত সদস্য। এটা আমাদের কাছে খুবই গর্বের। এরপর নিজের ও সভার সদস্যদের পক্ষ থেকে সচিনকে অভিনন্দন জানান তিনি।

প্রথমদিনে সাংসদদের তরফে এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত সচিন করজোরে তাঁদের শুভেচ্ছা গ্রহণ করলেন। কিন্তু সবচেয়ে মজার দৃশ্যটা দেখা গেল সভা শেষের পর। সচিনের সঙ্গে হাত মেলাতে ইয়া লম্বা লাইন পড়েছে সাংসদদের। কারও হাতে আবার কাগজ পেন। এই ফাঁকে যদি একটা অটোগ্রাফ নিয়ে নেওয়া যায় সেই আশায়।

সকলের সঙ্গে হেসে হাত মেলালেন সচিন। কিন্তু সাংসদদের আবদারের শেষ নেই। অনু আগা যেখানে সচিনের অটোগ্রাফ পেয়ে খুশি সেখানে মণিশঙ্কর আইয়ারের আবদার যেন সচিন তার জন্য কিছু একটা বার্তা লিখে দেন।

English summary
সচিনের 'অটোগ্রাফ' নিতে রাজ্যসভায় সাংসদদের লম্বা লাইন
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X