For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরাপ্রেমী মহিলাদের জন্য সুখবর! মদের দোকান ঘিরে নয়া সরকারী পদক্ষেপ

সুরাপ্রেমী মহিলাদের জন্য সুখবর! মদের দোকান ঘিরে নয়া সরকারী পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

একজন মহিলা মদ্যপান করছেন, এমনটা শুনলেই অনেকেরই ভ্রুূ কুঞ্চিত হয়, অনেকেই ঘটনাকে ঘৃণার চোখে দেখেন! মহিলাদের মদ্যপানকে সমাজ এভাবেই দেখে থাকে। এমন পরিস্থিতিতে কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ সরকার নিয়ে ফেলল মহিলা সুরাপ্রেমীদের নিয়ে বড়সড় পদক্ষেপ।

কমল নাথের সরকার কোন পদক্ষেপ নিচ্ছে?

কমল নাথের সরকার কোন পদক্ষেপ নিচ্ছে?

মহিলা নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁদের সুরাপানের জন্য আলাদা দোকান খুলতে চলেছে কংগ্রেস শাসিত কমলনাথের সরকার। মধ্যপ্রদেশের রাজ্যসরকারের এমন পদক্ষেপকে অনেকেই কড়া চোখে দেখছেন। আবার অবেকের কাছেই এটি একটি মুক্তমনা ভাবধারার নামান্তর বলে মনে হচ্ছে।

মধ্য প্রদেশের কোথায় হবে এমন দোকান?

মধ্য প্রদেশের কোথায় হবে এমন দোকান?

মধ্যপ্রদেশের ভোপাল ও জব্বলপুর, ইন্দোর গোয়ালিয়রে এমন দোকান সরকারী উদ্যোগে খুলতে চলেছে। যেখানে থেকে বিনা সংকোচে মহিলারা মদ কিনতে পারবেন বলে সরকারী সূত্রের দাবি।

অনলাইনে মদের অর্ডারের সুবিধা

অনলাইনে মদের অর্ডারের সুবিধা

শুধু মহিলাদের সুরাপ্রেম নিয়েই মধ্যপ্রদেশ সরকার পদক্ষেপ নেয়নি। যে কেউই মধ্যপ্রদেশে এবার থেকে যাতে অনলাইনে মদের অর্ডার দিয়ে ঘরে বসে সুরাপানের সুযোগ পেয়ে যান তারও ব্যবস্থা করছে মধ্যপ্রদেশ সরকার। উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার নিজের রাজস্ব বাড়াতে আবগারী দফতরের ওপর চাপ বাড়ানোর পরই এমন পদক্ষেপ উঠে আসছে বলে খবর।

English summary
MP to Open Women-Friendly Liquor Shops, Know the reason.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X