For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক কলমের খোঁচায় রাষ্ট্রহীন ৪০ লক্ষ! পৃথিবীর বুকে এমন ঘটেনি, সংসদে গর্জন সুধাংশুশেখরের

এক কলমের খোঁচায় ৪০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হল অসমে। সুপ্রিম কোর্টের বাহানা দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যে ঘটনা ঘটাল, তার বিরুদ্ধে রাজ্যসভায় গর্জে উঠলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

Google Oneindia Bengali News

এক কলমের খোঁচায় ৪০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হল অসমে। সুপ্রিম কোর্টের বাহানা দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যে ঘটনা ঘটাল, তার বিরুদ্ধে রাজ্যসভায় গর্জে উঠলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। অসমে যেভাবে বাঙালি খেদাও অভিযান হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে তিনি সংসদের উচ্চকক্ষে বাংলাতেই ভাষণ দিলেন।

এক কলমের খোঁচায় রাষ্ট্রহীন ৪০ লক্ষ! পৃথিবীর বুকে এমন ঘটেনি, সংসদে গর্জে উঠলেন সুধাংশুশেখর

মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, এ দেশের বুকে যে ঘটনা ঘটল, পৃথিবীর ইতিহাসে কোন দেশে কখনও এমন ঘটনা ঘটেনি। এক কলমের খোঁচায় রাষ্ট্রহীন করে দেওয়া হয়েছে ৪০ লক্ষ মানুষকে বিরলতম ঘটনা। এই বাদের তালিকায় যেমন সাধারণ মানুষ রয়েছেন। নাম কাটা গিয়েছে সামরিক বাহিনীর সদস্যদেরও। এমনকী এই তালিকায় রয়েছে প্রাক্তন সাংসদ, ডেপুটি স্পিকার ও সরকারি কর্মীদের নাম। এইভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু মানুষকে সহায়-সম্বলহীন করে দেওয়া হয়েছে।

সাংসদ সুধাংশুশেখর রায় তুলে ধরেন, ভোটার তালিকায় ২ লক্ষ ৪০ হাজার ডি-ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল অসম। কিন্তু সেই সংখ্যাটা এই ক-বছরে ৪০ লক্ষে কী করে পৌঁছল, তা জানতে চান সুধাংশুশেখর। সুপ্রিম কোর্টের অর্ডার তুলে ধরে তিনি বলেন, সুপ্রিম কোর্টের অর্ডারকে পদদলিত করা হয়েছে।

তিনি বলেন, তারপরও জনসাধারণের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সুপ্রি্ম কোর্টের অর্ডার অনুযায়ী জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে ৪০ লক্ষ মানুষের নাম। সুপ্রিম কোর্টের অর্ডার তুলে ধরে তিনি বলেন অবিলম্বে এই কথা প্রত্যাহার করতে হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যসভায় উপস্থিত হয়ে বিবৃতি দিতে হবে।

[আরও পড়ুন:এনআরসির প্রভাব! প্রায় ৫০ হাজার সংসার ভাঙার পথে][আরও পড়ুন:এনআরসির প্রভাব! প্রায় ৫০ হাজার সংসার ভাঙার পথে]

উল্লেখ্য, জাতীয় নাগরিক পঞ্জির দ্বিতীয় তালিকা প্রকাশের পর ৪০ লক্ষ মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। আসলে জাতীয় নাগরিক পঞ্জির নামে বাঙালি খেদাও অভিযানে নেমেছে বিজেপি। লোকসভা ভোটের আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এইসব করা হচ্ছে বলে অভিযোগ।

[আরও পড়ুন: এনআরসি 'ধাক্কা' বিজেপির ঘরেই! তালিকায় নাম নেই বর্ষীয়ান নেতার স্ত্রীর][আরও পড়ুন: এনআরসি 'ধাক্কা' বিজেপির ঘরেই! তালিকায় নাম নেই বর্ষীয়ান নেতার স্ত্রীর]

English summary
MP Sudhangshu Sekhar Roy attacks against BJP in Rajyasabha on NRC Assam. He says this kind of incident don’t occurs in any country of World,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X