For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গড়বা ইভেন্টে পাথর ছোড়ার অভিযোগ, মধ্যপ্রদেশে ৩ মুসলিমের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ

গড়বা ইভেন্টে পাথর ছোড়ার অভিযোগ, মধ্যপ্রদেশে ৩ মুসলিমের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ

Google Oneindia Bengali News

গুজরাতের মত মধ্যপ্রদেশেও গড়বা গানের অনুষ্ঠান িনয়ে অশান্তি। একাধিক জায়গায় গড়বার অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগ। মধ্যপ্রদেশে এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ মুসলিম যুবকের বাড়ি পুলিশ গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরেই গুজরাত এবং মধ্যপ্রদেশের একাধিক জায়গা থেকে গড়ব অনুষ্ঠানে অশান্তির খবর আসছে। গুজরাতে একাধিক জায়গায় গড়বা ইভেন্টকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গড়বা ইভেন্টে পাথর ছোড়ার অভিযোগ, মধ্যপ্রদেশে ৩ মুসলিমের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ

গুজরাতের মত বিজেপি শাসিত মধ্য প্রদেশেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেেছ। মধ্যপ্রদেশের সুরজানি গ্রামে একাধিক গড়বা ইভেন্টে অশান্তির ঘটনা ঘটেছে। গড়বা ইভেন্টে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তাতে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ অক্টোবর ঘটনাটি ঘটেছে। এই িনয়ে দুই গোষ্ঠার মধ্যে তুমুল সংঘর্ষ হয় বলে অভিযোগ। শিবলাল পতিদার নামে গ্রামের এক ব্যক্তি সলমন খান নামে এক যুবকের বাবাকে অভিযোগ করেছিলেন যেন তাঁরা গড়বা ইভেন্টে পাথর না ছোড়েন। তারপরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।

অভিযোগ সলমন তারপরে কুড়ুল নিয়ে শিবলালের উপর হামলা করে। এবং ২ অক্টোবর রাতে মোটর সাইকেল নিয়ে সলমন তাঁর দলবলকে সঙ্গে নিয়ে গড়বা ইভেন্টে চড়াও হয়। তার পরেই এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপর থেকে শহরের একাধকিক জায়গায় মুসলিম বসতি এলাকায় ভাঙচুর চালাচ্ছে শিবরাজের পুলিশ।

গড়বার অনুষ্ঠানে পাথর ছোড়ার ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তার মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছেন। তারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত সেখােন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। তারপরে শুরু হয় ধরপাকড়। পুলিশ জানিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ৩ মুসলিম যুবকের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ৪৫০০ স্কোয়ারফুট এলাকায় পুলিশ বুল্ডোজার চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ৪.৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে তারা। গোটা রাজ্যে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ বেছে বেছে মুসলিম এলাকাতে এই ভাঙচুর চালাচ্ছে পুলিশ।

দুই দশকের মধ্যে দু’বার রসায়নে নোবেল, মার্কিন বিজ্ঞানী কার্ল ব্যারি শার্পলেস সম্পর্কে কিছু অজানা কথা দুই দশকের মধ্যে দু’বার রসায়নে নোবেল, মার্কিন বিজ্ঞানী কার্ল ব্যারি শার্পলেস সম্পর্কে কিছু অজানা কথা

English summary
MP Pollice buldozd 3 Muslim mens house after the accised of stone plentig on Garba event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X