For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা নিয়ে 'বিস্ফোরক' প্রচার! মধ্যপ্রদেশে সিপিএম নেতার বিরুদ্ধে মামলা

কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে ৩৭০ ধারা নিয়ে আপত্তিকর প্রচারের অভিযোগে স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে আপত্তিকর প্রচারের অভিযোগে স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ধারা ৩৭০- সেতু ইয়ে সুরঙ্গ - নামে একটি পুস্তিকা ওই সিপিএম নেতা বিক্রি করছিলেন বলে অভিযোগ।

গোয়ালিয়রে প্রতিবাদ সভা

গোয়ালিয়রে প্রতিবাদ সভা

গোয়ালিয়রে স্থানীয় মুসলিম সংগঠন মুসলিম অধিকার মঞ্চ প্রতিবাদ সভার ডাক দিয়েছিল। সেখানেই ওই পুস্তিকা বিক্রি করা হচ্ছিল। পাদভ থানার স্টেশন ইন চার্জ প্রশান্ত যাদব জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় (দাঙ্গা করার অভিপ্রায় নিয়ে উস্কানি) সিটু নেতা শেখ গণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিকেই মামলাটি দায়ের করা হয়েছে। তিনি আরও বলেছেন, পুস্তিকাটি প্রকাশ করেছিল ভোপাল ভিত্তিক লোকযতন প্রকাশন। অভিযোগ পাওয়ার পর পুস্তিকা বিক্রি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

 পুলিশের দাবি

পুলিশের দাবি

পুলিশ আধিকারিক দাবি করেছেন, ওই পুস্তিকার কিছু অংশ আপত্তিকর। বইটি লিখেছেন মধ্যপ্রদেশ সিপিএম-এর সম্পাদক যশইন্দর সিং। তিনি ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন, প্রশাসনের এই আচরণের বিরুদ্ধে তাঁরা লড়াই চালাবেন। তাঁর দাবি পুস্তিকায় আপত্তিকর কিছুই নেই। তিনি বলেন, এই পুস্তিকা তিনি মুখ্যমন্ত্রী কমলনাথ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং-এর হাতেও তুলে দিয়েছেন।

সিপিএম নেতা বলেছেন, পুস্তিকায় রয়েছে, কেন জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা জরুরি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশে ইতিমধ্যেই এই পুস্তিকার প্রা. ১৫ হাজার কপি বিক্রি হয়ে গিয়েছে। তিনি বলেছেন, সিপিএম-এর বর্ষীয়ান নেতা গণিকে পুলিশ ডেকে পাঠিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ ওই পুস্তিকায় আপত্তিকর কিছুই পায়নি।

সিপিএম-এর অভিযোগ

সিপিএম-এর অভিযোগ

সিপিএম নেতা অভিযোগ করেছেন, রাজ্য বিজেপির মিডিয়া ইন চার্জ লোকেন্দ্র পরাশর বিষয়টি নিয়ে টুইট করার পরেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে পরাশর সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পুস্তিকায় জম্মু ও কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং সম্পর্কে এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর কথা রয়েছে ওই পুস্তিকায়।

English summary
MP Police files case against CPM leader allegedly provocating with intent to cause riot on Article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X