For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাম্বুল্যান্স নেই, আহতকে কাঁধে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

পুলিশ শুধু দুর্নীতি করে না, সমাজসেবা মূলক কাজ করে মানবিকতার নজির তৈরি করতে পারে। সেই উদাহরণই তৈরি করলেন মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল।

  • |
Google Oneindia Bengali News

পুলিশ শুধু দুর্নীতি করে না, সমাজসেবা মূলক কাজ করে সমাজে দৃষ্টান্তও তৈরি করতে পারে, মানবিকতার নজির তৈরি করতে পারে। সেই উদাহরণই তৈরি করলেন মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল। অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা না করে ট্রেন থেকে পড়ে আহত এক ব্যক্তিকে নিজের কাঁধে চাপিয়ে পৌঁছে দিলেন হাসপাতালে।

অ্যাম্বুল্যান্স নেই, আহতকে কাঁধে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

রেল লাইন ধরে এক কিলোমিটারের বেশি হেঁটে, নিজের কাঁধে আহতকে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলায় এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

শিবপুর পুলিশ স্টেশনের অধীন পগধল রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর পড়ে যাওয়ার খবর পান কনস্টেবল পুনম চাঁদ বিল্লোর। খবর পেয়েই ছুটে যান তিনি। কাঁধে চাপিয়ে আহতকে নিয়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না। তাই নিজের কাঁধেই আহতকে চাপিয়ে নেন তিনি।

আহতকে নিয়ে যাওয়া সহজ ছিল না। তাঁর ওজন ৮২ কেজি। এমনকী যেতে যেতে ট্রেন আসছে দেখে রেল লাইন থেকে নেমেও যেতে হয়েছে পুনম চাঁদকে। তবে শেষ অবধি হোসঙ্গাবাদে নর্মদা হাসপাতালে তিনি পৌঁছে দিতে পেরেছেন আহতকে। সেখানে তিনি চিকিতসার মধ্যে রয়েছেন।

English summary
MP police constable carries man who fell off train on shoulder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X