For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঘ পোষার অনুমতি চেয়ে চিঠি মধ্যপ্রদেশের মন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মার্চ : বাঘ, সিংহকে পোষ্য করার আইনি অনুমতি দিক সরকার।

সারা দেশে বাঘ, সিংহ সংরক্ষণ করতে মধ্যপ্রদেশের বনবিভাগকে এহেন পরামর্শই দিলেন সেই রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কুসুম মেহদেলে।

বাঘ পোষার অনুমতি চেয়ে চিঠি মধ্যপ্রদেশের মন্ত্রীর


সম্প্রতি বনদপ্তরকে লেখা এক চিঠিতে মেহদেলে নিজের বক্তব্যের স্বপক্ষে লিখেছেন, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ (যেমন : থাইল্যান্ড) বাঘ, সিংহ পোষার অনুমতি দিয়ে সাফল্য পেয়েছে। সেইদেশে বাঘের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে চিঠিতে দাবি জানিয়েছেন মন্ত্রী মেহদেলে।

বাঘ ও অন্য বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প রয়েছে। সেইগুলিকে চিঠিতে একহাত নিয়ে কুসুম মেহদেলের মন্তব্য, কোটি কোটি টাকা নানা প্রকল্পে খরচ করা হলেও তাতে কাজের কাজ কিছু হয় না।

থাইল্যান্ডের মতো কোনও কর্মসূচি আমাদের দেশে নিয়ে দেশের জাতীয় পশুকে বাঁচানোর যে আর্জি মেহদেলে করেছেন সে প্রসঙ্গে মতামত জানতে চেয়ে মধ্যপ্রদেশের বন সংরক্ষণ বিভাগের প্রধান নরেন্দ্র কুমার জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ সংস্থা ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে চিঠি দিয়েছেন।

তবে কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বান্ধবগড়, কানহা, পান্না, বোরি-সাতপুরা, সঞ্জয়-দুবরী ও পেঞ্চ- এই ছয়টি অভয়ারণ্যে এই মুহূর্তে ২৫৭ টি বাঘ রয়েছে। অন্যদিকে ২০১৪ সালের ব্যাঘ্রসুমারি অনুযায়ী সারা দেশে ২২২৬ টি বাঘ রয়েছে। ২০১০ সালে সারা দেশে বাঘের সংখ্যা ছিল ১৭০৬ টি।

English summary
MP minister wants law allowing people to keep lions, tigers as pets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X