For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌রেমডেসিভির বহনকারী বিমানের ক্র‌্যাশ–ল্যান্ডিং গোয়ালিয়রে, নিরাপদে জীবনদায়ী ওষুধ

‌রেমডেসিভির বহনকারী বিমানের ক্র‌্যাশ–ল্যান্ডিং গোয়ালিয়রে, নিরাপদে জীবনদায়ী ওষুধ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জীবনদায়ী ওষুধ রেমডেসিভির নিয়ে আসা বিমান বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালিয়র বিমানবন্দরে ক্র‌্যাশ করে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি সরকারি বিমান করোনা পরিস্থিতিতে ব্যবহৃত রেমডেসিভির ইঞ্জেকশন বহনকারি বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে গোয়ালিয়র বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি অবতরণ করতে গিয়ে ক্র‌্যাশ করে।

‌রেমডেসিভির বহনকারী বিমানের ক্র‌্যাশ–ল্যান্ডিং গোয়ালিয়রে, নিরাপদে জীবনদায়ী ওষুধ


পুলিশের এসপি অমিত সাংঘি জানান, পাইলট ও সহ–পাইলট সামন্য আহত হয়েছেন এই ঘটনায়। ক্যাপ্টেন সইদ মাজিদ আখতার এবং তাঁর সহযোগী পাইলট শিবশঙ্কর জয়সওয়ালকে দ্রুত নিয়ে যাওয়া হয় চেক–আপের জন্য জয়া আরোগ্য হাসপাতালে। যে কর্মী রেমডেসিভির ইঞ্জেকশন সংগ্রহ করতে এসেছিলেন তিনিও আহত হয়েছেন। তবে এই পুরো ঘটনায় রেমডেসিভির ইঞ্জেকশন একেবারে নিরাপদ রয়েছে।

ইন্দোর থেকে টেক অফ করে বিমানটি গোয়ালিয়র মহারাজপুর বিমানবন্দরে রাত সাড়ে আটটা নাগাদ জরুরি অবতরণ করতে গিয়ে রানওয়েতে সামান্য স্কিড করে যায়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে বিমানের অ্যারেস্টর গিয়ারে গোলমাল দেখা যায়। এই গিয়ার অবতরণের সময় রানওয়েতে বিমানকে আস্তে করতে সাহায্য করে। তবে এই দুর্ঘটনার মূল কারণ পাইলট জানাবেন। তবে ঘটনার আকস্মিকতায় পাইলট শকে রয়েছেন। এই বিমানটি মধ্যপ্রদেশ সরকার ২০২০ সালে ৬৫ কোটি টাকা খরচ করে কিনেছিলেন।

 এবার ট্রেনে এলেও লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট, বাংলার জন্য বিশেষ নির্দেশিকা রেলের এবার ট্রেনে এলেও লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট, বাংলার জন্য বিশেষ নির্দেশিকা রেলের

রাজ্যে রেমডেসিভিরের অভাব দেখা দেওয়ায় মধ্যপ্রদেশ সরকার নিজস্ব বিমানে করে এই ওষুধটি নিয়ে আসছিলেন। কোভিড–১৯ রোগীদের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই রেমডেসিভির। করোনা সংক্রমণ ক্রমে এই রাজ্যেও যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে।

English summary
mp govt plane carrying anti viral drug remdesivir crash lands in gwalior all safe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X