For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেহাল দশা অর্থনীতি, কর্মসংস্থানের, তাও নরেন্দ্র মোদীতে ভরসা জনতার, বলছে সমীক্ষা

বেহাল দশা অর্থনীতি, কর্মসংস্থানের, তাও মোদীতে ভরসা জনতার, বলছে সমীক্ষা

  • By
  • |
Google Oneindia Bengali News

দেশে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে। জিডিপি বৃদ্ধির হার অনেকটাই নেমে গিয়েছে। কর্মসংস্থানের হার গত কয়েক দশকে তলানিতে। বিরোধী দলগুলি বাছা-বাছা শব্দে আক্রমণ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। আক্রমণের নিশানায় কখনও থাকছেন প্রধানমন্ত্রী মোদী তো কখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ইন্ডিয়া টুডে সম্প্রতি যে সমীক্ষা চালিয়েছে তাতে ৬০ শতাংশ মানুষ মনে করছেন নেতিবাচক পথে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। ২৯ শতাংশ মানুষ মনে করছেন ভারতীয় অর্থনৈতিক ভালো পথে এগোচ্ছে এবং চিন্তার কিছু নেই।

এগোচ্ছে অর্থনীতি?

এগোচ্ছে অর্থনীতি?

এই ৬০ শতাংশ মানুষের মধ্যে ৩২ শতাংশ মানুষ মনে করছেন অর্থনীতির বৃদ্ধির গতি আগের থেকে অনেক কমে গিয়েছে। ১৮ শতাংশ মানুষ মনে করছেন অর্থনীতি একেবারেই এগোচ্ছে না। আর ১০ শতাংশ মানুষ মনে করছেন অর্থনীতি পিছন দিকে হাঁটছে।

মূল সমস্যা কী দেশের?

মূল সমস্যা কী দেশের?

দেশের জনগণের কাছে এখন সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। এমনটাই উঠে এসেছে সমীক্ষায়। ৩২ শতাংশ বেকারত্বকেই দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন। ১৫ শতাংশ মানুষ মনে করছেন কৃষকদের দুর্দশার কথা। ১৪ শতাংশ মানুষের মতে মূল্যবৃদ্ধি সবচেয়ে বড় সমস্যা। এবং ১২ শতাংশ লোক দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন।

ভারতে হাল বেশ খারাপ

ভারতে হাল বেশ খারাপ

ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন এন্ড প্রসপেক্ট রিপোর্ট যা রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশ করা হয় - সেখানে দেখা গিয়েছে গোটা দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় যেখানে যুবকদের ৩০ শতাংশ শিক্ষিত নয় সেখানে ভারতে সেই সংখ্যাটা ৪০ শতাংশে পৌঁছেছে। যা অবশ্যই চিন্তার কারণ।

সীতারমনের চেষ্টা!

সীতারমনের চেষ্টা!

অর্থনীতির বেহাল দশা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ওপর সংখ্যাধিক্য মানুষ বিশ্বাস রাখছেন। ৩৯ শতাংশ মানুষ মনে করছেন নির্মলা অর্থনীতির অধঃগতি আটকাতে ভালো কাজ করেছেন। ১৬ শতাংশ মানুষ মনে করছেন তিনি চেষ্টা করেছেন। আর একটু সময় দেওয়া দরকার। ৩০ শতাংশ মানুষ অবশ্য মনে করছেন নির্মলা অর্থনীতির ভগ্নদশা রুখতে ব্যর্থ হয়েছেন।

মানুষ মোদীর পক্ষে!

মানুষ মোদীর পক্ষে!

তবে এর মধ্যে মজার ঘটনা হল বেকারত্ব, মুদ্রাস্ফীতির হার অনেক বাড়ার পরেও মানুষ জানিয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হয়েছে। ৪৯ শতাংশ মানুষ জানিয়েছেন আগের থেকে তাদের রোজগার এবং সঞ্চয় বেড়েছে। তবে ২৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাদের অবস্থা আগের থেকে খারাপ হয়েছে। যদিও নরেন্দ্র মোদীতেই মানুষ আস্থা রাখছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

নেতৃত্বহীনতার ভোগা কংগ্রেসের হাল ধরতে পারেন কে, কী বলছে সমীক্ষানেতৃত্বহীনতার ভোগা কংগ্রেসের হাল ধরতে পারেন কে, কী বলছে সমীক্ষা

English summary
MOTN survey : Economic slowdown, unemployment rises, still public backs PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X