For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাউকে দেখলেই ভয়ে কেঁদে ওঠে মেয়ে, করোনার নিঃসঙ্গতা প্রভাব ফেলছে শিশুদের মনে

কাউকে দেখলেই ভয়ে কেঁদে ওঠে মেয়ে, করোনার নিঃসঙ্গতা প্রভাব ফেলছে শিশুদের মনে

Google Oneindia Bengali News

গত ১৮ মাস ধরে এক প্রকার নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন মানুষ কেউ কারোর বাড়িতে যান না। ফোন অথবা ভার্চুয়াল মাধ্যম এতেই রয়েছে সম্পর্ক। এই একাকী নিঃসঙ্গ জীবন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে শিশুদের মনে। জন্মে থেকেই তাঁরা গুটি কয়েক লোকের সাহচর্যেই বড় হচ্ছে। বাবা-মা। বাইরের কারোর সঙ্গেই করোনার কারণে তেমন পরিচিতি তাঁদের গড়ে উঠছে না। অনেক মায়েরাই জানাচ্ছেন তাঁদের শিশুরা বাইরের কাউকে দেখলেই ভয়ে আঁতকে ওঠেন।

মানসিক বিকাশে ধাক্কা

মানসিক বিকাশে ধাক্কা

করোনা পরিস্থিতির মধ্যেই জন্মেছিল লক্ষ্যা। গত এপ্রিল মাসে জন্ম তার। সেই যে হাসপাতাল থেকে সে বাড়ি এসেছে তার পর ডাক্তারের কাছে ছাড়া বাড়ির বাইরে বেরোয়নি সে। বাবা-মা আর গুটি কয়েক লোকের মাঝেই বেড়ে উঠছে সে। লক্ষ্যার মা জানিয়েছেন, গত ১ বছরে আর কোনও সামাজিক অনুষ্ঠান বা অন্য কোনও লোকের মুখোমুখি েস হয়নি। আর এখন গেটের বাইরে কাউকে দেখলেই ভয়ে কেঁদে ওযে লক্ষ্যা।

একাই বেড়ে উঠছে শিশুরা

একাই বেড়ে উঠছে শিশুরা

করোনার কারণে হত ১ বছরে যেন থমকে গিয়েছে শিশুদের মানসিক বিকাশ। স্কুল তো বন্ধই। খেলাধুলা, মাঠে যাওয়া, বন্ধু, সমবয়সী কারোর সঙ্গে খেলাই বন্ধ হয়ে গিয়েছে। এমনকী টিকিৎসকরা দানাচ্ছেন শিশুদের মধ্যে প্যানিক অ্যাটাকেক প্রবণতা বেড়ে গিয়েছে। কিন্তু করোনার কারণে ঘরে তাঁদের বন্দি করে রাখা ছাড়া বাবা-মায়েরদের কাছে উপায়ও নেই।

বাইরের জগতের সঙ্গে যোগাযোগ েনই

বাইরের জগতের সঙ্গে যোগাযোগ েনই

গত ১৮ মাস ধরে বাইরের জগতের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিশুদের। স্কুলও হচ্ছে অনলাইনে। ১০ থেকে ১২ বছরের শিশুদের অবস্থা আরও সংকটজনক। তাদের শৈশবটাই থমকে গিয়েছে। এই সময় মানসিক বিকাশ বাড়তে শুরু করে শিশুদের। কিন্তু সেটা করোনার কারণে একেবারেই থমকে গিয়েছে। মাঠে গিয়ে খেলাই বন্ধ হয়ে গিয়েছে। বন্ধুদের সঙ্গেও যোগাযোগ প্রায় নেই বললেই চলে।

করোনায় বাড়ছে একাকীত্ব

করোনায় বাড়ছে একাকীত্ব

করোনা সংক্রমণের কারণে একাকীত্ব বাড়তে শুরু করেছে শিশুদের মধ্যে। অনেকের মধ্যে ই মানসিক সমস্যা দেখা দিচ্ছে। তারা জেদি হয়ে উঠছে। মোবাইলে আকর্ষণ বাড়ছে। যদিও এইমসের প্রধান জানিয়েছেন শিশুদের স্কুল খুলে দেওয়া উচিত। কারণ শিশুদের সেই সংস্কমণের আশঙ্কা এখনআর নেই। তাদের মধ্যে করোনা অ্যান্টিবডি অনেক বেশি তৈরি হয়ে গিয়েছে।

English summary
Childrens are not happy to see other peole
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X