For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউয়ের গবেষক-ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, পুলিশ হানায় মায়ের সাফাই

সিএএএবিরোধী আন্দোলনে সামিল জেএনইউ গবেষক ছাত্র শার্জিল ইমামের পৈতৃক বাড়িতে পুলিশ অভিযান চালানোর পর তাঁর মা ছেলেকে নির্দোষ বলে দাবি করেন।

  • |
Google Oneindia Bengali News

সিএএএবিরোধী আন্দোলনে সামিল জেএনইউ গবেষক ছাত্র শার্জিল ইমামের পৈতৃক বাড়িতে পুলিশ অভিযান চালানোর পর তাঁর মা ছেলেকে নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন শার্জিলকে অযথা বিতর্কে টেনে আনা হচ্ছে। দিল্লির শাহিনবাগে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় সিএএবিরোধী বিক্ষোভ চলাকালীন ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

জেএনইউয়ের গবেষক-ছাত্র দেশদ্রোহী! পুলিশ হানায় মায়ের সাফাই

অভিযোগ, তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করার বার্তা দিয়ে তীব্র আক্রমণের মুখে পড়েন। সম্প্রতি এক জনসভায় তিনি একথা বলেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর যুক্তি ছিল, অসম ও উত্তর-পূর্ব ভারতকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারলেই সরকার প্রতিবাদকারীদের কথা শুনতে বাধ্য হবে। এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে পাঁচটি রাজ্যে দেশদ্রোহের মামলা হয়েছে।

এরপর পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় শার্জিলের মা আশফা আরশাদ বলেন, তাঁর ছেলে কোনও ক্ষতি করেনি, তবু তাকে অহেতুক এই বিতর্কে টেনে আনা হচ্ছে। দিল্লিতে সিএএবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল ঠিকই, তবে ১৫ দিন পর সে নিজেকে সরিয়ে নেয়।

তিনি আরও যোগ করেন, স্পষ্টতই সিএএ দ্বারা বিচলিত হয়েছিলেন তাঁরা এবং এনআরসি দেশজুড়ে বাস্তবায়িত হওয়ার আশঙ্কায় ছিলেন। শার্জিল বলেছিল, কেবল মুসলমানরা নয়, সমস্ত দরিদ্র মানুষকেও এটি প্রভাবিত করবে। শার্জিল তদন্তকারী সংস্থাগুলির সামনে উপস্থিত হয়ে তদন্তে পুরোপুরি সহযোগিতা করবে বলেও জানান তিনি।

English summary
Mother stressed that her son JNU research scholar Sharjeel Imam was innocent, not traitor. Police carried out a raid at an ancestral house in Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X