করোনা লকডাউনে সাহায্যকারী পুলিসকর্মীর নামে সদ্যোজাত সন্তানের নাম রাখলেন মা
লকডাউনের মাঝেই যন্ত্রণায় কাতর প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন দিল্লির কনস্টেবল দয়াবীর সিং। হাসপাতালে সুস্থ শিশুর জন্মদেন প্রসূতি। সেই কঠিন পরিস্থিতে সাহায্য করায় পুলিসকনস্টেবল দয়াবীর সিংয়ের নামেই নিজের কন্যা সন্তানের নাম রাখলেন মা।

খবর জানার পর অনেকটাই খুশি দয়াবীর সিং। তিনি জানিয়েছেন, এই অসময়ে সাহায্য করতে পেরে খুশি। এবং আমার নামে সদ্যোজাতের নাম রেখে যে সম্মান তাঁরা দিেয়ছেন তাতে আমি গর্বিত বলে জানিয়েছেন তিনি। যদিও এই প্রথম নয় এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। এর আগে উত্তর প্রদেশের এক মহিলা ঠিক একই রকম ভাবে সাহায্য পেয়ে নিজের সন্তানের নাম উপকারী পুলিস অফিসারের নামে রেখেছিলেন।
ছত্তিশগড়ের এক দম্পতি নিজের যমজ সন্তানের নাম করোনা এবং কোভিড রেখেছেন। ভোপালের এক সম্পতি আবার তাঁদের সন্তানের নাম লকডাউন রেখেছেন। এদিকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১৭৫২ জন।