For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল করে বাঁধাকপির সঙ্গে সাপ রান্না করে খেলেন মা- মেয়ে, তারপর যা হল

ভুল করে বাঁধাকপির সঙ্গে সাপ খেয়ে গুরুতর অসুস্থ মা ও মেয়ে। আপাতত স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বাঁধাকপির সঙ্গে ভুল করে সাপ রান্না করে খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মা ও মেয়ে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। আপাতত স্থিতিশীল হলেও দুজনেরই শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

ভুল করে বাঁধাকপির সঙ্গে সাপ রান্না করে খেলেন মা- মেয়ে, তারপর যা হল

রবিবার রাতে রান্নার জন্য বাঁধাকপি কাটছিলেন ইন্দোরের আফজান ইমাম। কিন্তু বাঁধাকপির মধ্যেই লুকিয়ে থাকা একটি সাপের বাচ্চাও কাটা পড়ে তাঁর ছুরিতে। রান্নার সময়েও কিছুই টের পাননি তিনি। কিন্তু রাতে মেয়ে আমনাকে নিয়ে খেতে গিয়েই বুঝতে পারেন তিনি। খাওয়ার সময়ে মুখে অদ্ভুত কিছু একটা লাগায় আফজান দেখেন, সাপের টুকরো। এরপরই মা ও মেয়ের বমি শুরু হয়। তড়িঘড়ি তাঁদেরকে সরকারি এমওয়াই হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার অনেকক্ষণ পরেও দুজনের বমি থামছিল না বলে জানিয়েছন চিকিৎসক ধর্মেন্দ্র ঝাওয়ার। তবে সোমবার সকাল থেকেই তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অবশ্য সাপের বিষ কোনওভাবে তাঁদের শরীরে থেকে গিয়েছে কিনা তা জানতে একগুচ্ছ পরীক্ষা করা হয় তাঁদের। আগামী ৪৮ ঘন্টা তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

[আরও পড়ুন: গুগল-এ কোটি টাকার চাকরি পেয়ে তাক লাগিয়ে দিল স্কুল পড়ুয়া, জানেন সে কোন পদে নিযুক্ত হতে চলেছে][আরও পড়ুন: গুগল-এ কোটি টাকার চাকরি পেয়ে তাক লাগিয়ে দিল স্কুল পড়ুয়া, জানেন সে কোন পদে নিযুক্ত হতে চলেছে]

English summary
Mother daughter fell ill after they accidentally eat snakelet hiding inside a cabbage, both are stable now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X