For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ সালে কোন কোন টুইট সর্বাধিক রি-টুইট করা হয়েছে?

২০২১ সালে কোন কোন টুইট সর্বাধিক রি-টুইট করা হয়েছে?

Google Oneindia Bengali News

ক্যালেন্ডার বলছে এটা ডিসেম্বর মাস। আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আরও একটা নতুন বছর। তার আগে একবার ফিরে দেখা যাক চিরতরে ফেলে রেখে যাওয়া ২০২১ সালের বেশ কিছু টুইট, যেগুলি শুধুমাত্র ট্রেন্ডেই সামিল হয়নি, সেইসঙ্গে রিটুইট করা হয়েছে সবথেকে বেশি বার।

রতন টাটা ও ইন্ডিয়ান এয়ারলাইন্স

রতন টাটা ও ইন্ডিয়ান এয়ারলাইন্স

ভারতীয় বানিজ্য ও কৃতি বক্তিদের ইতিহাসে তাঁর নামের মতই উজ্জ্বল টটা সন্সের প্রধান রতন টাটা। স্যোশাল সাইটে তাঁর দেওয়া সব পোস্ট ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না। প্রায় সাত দশকের রাষ্ট্রীয় মালিকনার পর আবার ঘরে ফিরেছে 'মহারাজা'। প্রসঙ্গত, ভারতের প্রথম এয়ারলাইন হিসাবে ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল টাটা এয়ারলাইন্স। কিন্তু ১৯৫৩ সালে তা জাতীয়করণ করা হয়। চলতি বছরে পুনরায় ভারতীয় বিমান পরিষেবার ১০০ শতাংশ মালিকানা নিজের হাতে নেয় টাটা। সেই আনন্দে রতন টাটা টুইট করে লেখেন, "সুস্বাগতম এয়ার ইন্ডিয়া! মিস্টার জেআরডি টাটা (এয়ার ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা) যদি তিনি আজ আমাদের মাঝে থাকতেন তাহলে খুব খুশি হতেন।" রতন টাটার এই টুইট নিমেষে ভাইরাল হয় নেট দুনিয়ায়। এবং এটি চলতি বছরে সর্বাধিক বার রি-টুইট করা হয়েছে।

প্যাট কামিন্সের টুইট

প্যাট কামিন্সের টুইট

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ এককথায় বিধ্বস্ত করেছিল ভারতকে। দেশের এই কঠিন সময়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বিশিষ্ট থেকে সাধারণ, বহু মানুষ। এই সময়ে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় টেস্ট ক্রিকেট ক্যাপ্টেন পেট কম্যান্স। কোভিড ত্রাণে তাঁর অনুদান নিয়ে টুইটটি ২০২১ সালে সর্বাধিক বার 'কোট রিটুইট' করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১১.৪৫ লাখ রি-টুইট করা হয়েছে এটি।

বিরাট কোহলির সুখবর

বিরাট কোহলির সুখবর

২০২১ সালের ১১ই জানুয়ারি মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে জন্ম নিয়েছে বিরুস্কা কন্যা ভামিকা কোহলি। এই সুখবর নিজের ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতে টুইট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের স্কিপার বিরাট কোহলি। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে সর্বাধিক লাইক করা হয়েছে ওই টুইটটিকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা টিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা টিকা

২০২১ সালে করোনার কালো অধ্যায় গ্রাস করেছিল ভারতকে। বিশেষত এপ্রিল, মে জুন মাসে যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয় আমাদের দেশ। কিন্তু এই পরিস্থিতি থেকে সার্বিক টিকাকরণের মাধ্যমে দেশকে অনেকটাই সুস্থ্যতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছে দেশের স্বাস্থ্য দফতর। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে দেশবাসীর উৎসাহ বাড়াতে নিজের প্রথম করোনা ডোজ নেওয়ার ছবি পোস্ট করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিভাগে এটি ২০২১ সালে সর্বাধিক রি-টুইট করা হয়।

বিজয় অ্যান্ড দ্যা বিস্ট

বিজয় অ্যান্ড দ্যা বিস্ট

বরাবরই দেশের বিনোদন জগতে নিজেদের আধিপত্য কায়েম রাখে দক্ষিণের ছবিগুলি। চলতি বছর, অর্থাৎ ২০২১ সালে দক্ষিণের সুপারহিরো বিজয় তাঁর বহু প্রতীক্ষিত ফিল্ম 'বিস্ট'এর ফার্স্ট লুক শেয়ার করে টুইট করেন। যা এবছর বিনোদন বিভাগে সবথেকে বেশি রি-টুইট করা টুইট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
most re tweeted tweets in the year of 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X