For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনেক পিছনে জো বাইডেন-ঋষি সুনাক! ফের বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই

ফের জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় নেতাদের পিছনে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী। আগের বছরের মতো এবারেই তিনি বিশ্বের জনপ্রিয়তম নেতা নির্বাচিত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সব থেকে জনপ্রিয়তম নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। তাঁর অনুমোদন রেটিং ৭৫ শতাংশের ওপরে। পলিটিক্যাল ইন্টেলিজেন্স কোম্পানি মর্নিং কনসাল্ট ২২ টি দেশের মধ্যে তাদের অনুমোদন রেটিংয়ের ভিত্তিতে সমীক্ষা চালিয়ে তালিকা প্রকাশ করেছে। সেখানে প্রথমে রয়েছে নরেন্দ্র মোদী।

তারপরে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্যাডর এবং সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট।

 বিভিন্ন দেশে সমীক্ষা

বিভিন্ন দেশে সমীক্ষা

২৬-৩১ জানুয়ারির মধ্যে এই তথ্য সংগৃহিত হয়েছে। বিভিন্ন দেশে এই কদিন প্রাপ্ত বয়স্ক এবং শিক্ষিত নাগরিকদের অনুমোদন রেটিংয়ের ওপরে ভিত্তি করে করা। তবে বিভিন্ন দেশে এই স্যাম্পেল সাইজ আলাদা। পলিটিক্যাল ইন্টেলিজেন্স কোম্পানি মর্নিং কনসাল্টের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই বলা হয়েছে।

মোদী পেয়েছেন সব থেকে বেশি মানুষের সমর্থন

এই সমীক্ষায় ভারতের প্রধানমন্ত্রী মোদী সব থেকে বেশি মানুষের অনুমোদন রেটিং পেয়েছেন। তার পরে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এবং সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেট রয়েছেন ষষ্ঠস্থানে। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন দশমস্থানে।

মোদীর অনুমোদনের রেটিং বেড়েছে

মোদীর অনুমোদনের রেটিং বেড়েছে

তালিকাটি সময়ে সময়ে আপডেট হতে থাকছে। ২২ টি দেশের রাষ্ট্রপ্রধানদের তালিকায় ১৩ তম স্থানে রয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রী মোদীকে যেমন ৭৮ শতাংশ মানুষ পছন্দ করছেন, সেখানে ১৮ শতাংশ মানুষ তাঁকে অপছন্দও করেন।

২০২১-এর পরে মোদী জনপ্রিয়তা আরও বেড়েছে

২০২১-এর পরে মোদী জনপ্রিয়তা আরও বেড়েছে

এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন গত বছরেও বিশ্বের জনপ্রিয় রাজনীতিবিদদের তালিকার শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সমীক্ষায় প্রকাশ, ২০২১-এর পরে ভারতের প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আরও বেড়েছে। সেই সময় প্রধানমন্ত্রী মোদী সমর্থন পেয়েছিলেন ৭২ শতাংশ মানুষের। সমীক্ষায় প্রায় ৭৬ শতাংশ মানুষ বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোজী দেশরে সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সংস্থার এই রিপোর্ট থেকে পরিষ্কার নবছর প্রধানমন্ত্রী থাকার পরেও মোদী জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি। এই বছরে দেশে ৯ টি রাজ্যের বিধানসভা নির্বাচন। তেরপরে ২০২৪-এর সাধারণ নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সভাগুলিতে যে ফের মোদী মোদী স্লোগান উঠতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Tripura Elections 2023: তৃণমূল কোনও শক্তিই নয়! ত্রিপুরায় এবার 'ত্রিমুখী' প্রতিদ্বন্দ্বিতাTripura Elections 2023: তৃণমূল কোনও শক্তিই নয়! ত্রিপুরায় এবার 'ত্রিমুখী' প্রতিদ্বন্দ্বিতা

English summary
Most popular leader in the world is Indian Prime Minister Narendra Modi as morning consult report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X