অন্ধ্রপ্রদেশের একটি জেলার অধিকাংশ পড়ুয়ার দৃষ্টিশক্তি ক্ষীণ, উদ্বেগে সরকার
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পড়ুয়াদের চোখের অবস্থা মোটেও ভালো নয়। ওয়াইএসআর কান্তি ভেলুগু প্রোগ্রাম এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে জেলা স্কুলগুলিতে পড়ুয়াদের চোখের পরীক্ষা করা হয়। প্রায় ২৪,৮৯০ জন স্কুল পড়ুয়ার চোখের সমস্যা দেখা দিয়েছে। জানা গিয়েছে, ৫৮৩টি বেসরকারি স্কুল সহ ৩,৮৭৪টি সরকারি স্কুলের পড়ুয়াদের চোখের পরীক্ষা করা হয়। এত পড়ুয়ার চোখের দৃষ্টিতে সমস্যা দেখা দেওয়ায় চিন্তায় রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ।

পড়ুয়াদের চোখের রিফ্র্যাক্টিভ এররস অর্থাৎ চোখে আবছা দেখছে কিনা, তার পরীক্ষা করা হবে আগামী মাসে। চক্ষু পরীক্ষকরা পড়ুয়াদের এই পরীক্ষা করবেন ১ নভেম্বর স্কুল চত্ত্বরেই। জানা গিয়েছে, প্রথম স্তরের পরীক্ষায় ধরা পড়েছে সরকারি স্কুলের ২,৫১,৩২৩ জন এবং বেসরকারি স্কুলের ১,৪৯,৪২১ জন পড়ুয়ার চোখের সমস্যা রয়েছে।
১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সরকারি–বেসরকারি স্কুলে পড়ুয়াদের চোখ পরীক্ষা করার পরই এই তথ্য ধরা পড়েছে। পড়ুয়াদের চোখ পরীক্ষা করার জন্য শিক্ষক–শিক্ষিকাদের সহায়তা করেছেন ৩,০১৬ আশা কর্মী এবং ৭৯১ এএনএমএস কর্মী। আশা কর্মী ও এএনএমএস কর্মীদের সঙ্গেই শিক্ষিকাদেরও বিশেষ করে বিজ্ঞান বিষয়ক শিক্ষিক–শিক্ষিকাদের চক্ষু পরীক্ষা করার প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গিয়েছে, ৪৭৩টি সাব–সেন্টারে ৪,১৮১টি গ্রামের চক্ষু পরীক্ষা করা হবে। যে সব পড়ুয়াদের চোখের সমস্যা দেখা দিয়েছে তাদের দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। শ্রীকাকুলাম জেলায় ২৯৫টি স্কুল রয়েছে। সব স্কুলেই পড়ুয়াদের চোখ পরীক্ষা করবেন চিকিৎসকরা।