For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই ওষুধ লিখছেন ডাক্তাররা, দাবি মেডিক্যাল জার্নালে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ট্যাবলেট
নয়াদিল্লি, ৬ নভেম্বর: ডাক্তারই অজান্তে হয়ে উঠছেন আততায়ী!

রোগ হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু জানেন কি, অনেক ডাক্তারই জানেন না, সংশ্লিষ্ট ওষুধের কী পার্শ্বপ্রতিক্রিয়া হয়! ফলে আজ যে ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে গেলেন, দেখা গেল তার জেরে কয়েক বছর পর জীবন নিয়েই টানাটানি শুরু হয়েছে।

সম্প্রতি ওষুধের ওপর একটি সমীক্ষা চালায় ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল এথিক্স। প্রথম সারির ওই পত্রিকায় বলা হয়েছে, দেশের বাজারে নতুন ওষুধ এলে ডাক্তারের উচিত তা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া। কিন্তু অধিকাংশ ডাক্তার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মুখের কথা বিশ্বাস করেন। এঁরা ডাক্তারদের যা হাতি-ঘোড়া বোঝান, তাঁরা তা মেনে নেন। কখনও কমিশনের লোভে, কখনও আবার জানতে চাওয়ার ইচ্ছের অভাব থেকে। এগুলো লিখে দেন প্রেসক্রিপশনে। খেয়ে রোগ সেরে গেল, আপনি হয়তো ভাবলেন, ডাক্তারবাবু সাক্ষাৎ ধন্বন্তরি বটে! কিন্তু তখনই আপনার শরীরে বোনা হয়ে গেল মৃত্যুর বীজ। তার পার্শ্বপ্রতিক্রিয়ার খেসারত দিতে হল পরবর্তী সময়ে।

এই পরিস্থিতি সত্যিই ভয়াবহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) উচিত, শক্ত হাতে হাল ধরা।

English summary
Most doctors prescribe medicines without knowing its side effects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X